মেঘনায় নেই ইলিশ, ভোলার জেলেরা করলেন দোয়া-মোনাজাত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ২০:৩২:১১
মেঘনায় নেই ইলিশ, ভোলার জেলেরা করলেন দোয়া-মোনাজাত
মেঘনায় ‘ইলিশ’ চেয়ে দোয়া-মোনাজাতে অংশ নেন কয়েকশ জেলে। ছবি: সমকাল

ভরা মৌসুমের তিন মাস পার হলেও মেঘনায় ইলিশ নেই বললেই চলে। ইলিশের দেখা না মেলায় চরম সংকটে পড়েছেন ভোলার দুই লক্ষাধিক জেলে। নদীতে বারবার জাল ফেলেও খালি হাতে ফিরছেন তারা। কেউ কেউ নামমাত্র কয়েকটি মাছ পেলেও বিক্রির টাকায় ট্রলারের তেলের খরচও ওঠে না। এমন অবস্থায় পরিবারে সচ্ছলতা ফেরাতে রবিবার মেঘনার পাড়ে দোয়া-মোনাজাতের আয়োজন করেন জেলেরা।

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। সকাল থেকেই স্থানীয় মসজিদে ইমাম ও আলেমদের নিয়ে কোরআন তিলাওয়াত ও দোয়া ইউনুসের খতম পড়া হয়। এরপর বিকেল তিনটার দিকে বৃষ্টির মধ্যে নদীর পাড়েই অনুষ্ঠিত হয় ‘ইলিশ’ চেয়ে বিশেষ দোয়া-মোনাজাত। এতে অংশ নেন শত শত জেলে ও স্থানীয় বাসিন্দা।

দোয়া পরিচালনা করেন বোরহানউদ্দিনের বাটামারা দরবারের পীর সাহেব মাওলানা মুহিববুল্লাহ। আয়োজক মাছ ব্যবসায়ী মো. মিরন জানান, ভরা মৌসুম সাধারণত বৈশাখের মাঝামাঝি থেকে আশ্বিন মাস পর্যন্ত থাকে। এ বছর মৌসুমের অর্ধেক সময় পার হলেও নদীতে ইলিশ নেই। জেলেরা প্রায় প্রতিদিন খালি হাতে ফিরছেন। এক-দু’টি মাছ পেলেও তেল ও শ্রমের খরচ তুলতে পারছেন না।

তিনি বলেন, ধার-দেনা করে অনেক জেলে নিঃস্ব হয়ে পড়েছেন। তাই আল্লাহর দরবারে আশ্রয় নিয়েছি, যাতে ইলিশ আসে, পরিবারে সচ্ছলতা ফিরে আসে।

দীর্ঘদিন ধরে জেলে পেশায় থাকা মো. লাবলু জানান, তার ট্রলারে ১০ জন জেলে থাকেন। একবার নদীতে নামলে খরচ হয় প্রায় পাঁচ হাজার টাকা। তিন দিন আগেও তারা মাত্র তিনটি ইলিশ পেয়েছেন, বিক্রি করেছেন ছয় হাজার টাকায়। ভাগে প্রতিজন পেয়েছেন মাত্র ১০০ টাকা। এমন সংকট মৌসুমেও আগে কখনো দেখেননি বলে জানান তিনি।

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন ও চলাচলের সময় ও স্থান পরিবর্তিত হচ্ছে। নদীতে ডুবোচরের কারণে পানি ঘোলা হয়ে যাওয়াও এক বড় কারণ। তবে আগামী পূর্ণিমায় পানি কিছুটা পরিষ্কার হলে ইলিশ ধরা পড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ