এনসিপি

এনসিপির শহীদ মিনার সমাবেশে সংহতি জানালো গণতান্ত্রিক ছাত্র সংসদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৭:১১:৩১
এনসিপির শহীদ মিনার সমাবেশে সংহতি জানালো গণতান্ত্রিক ছাত্র সংসদ
ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশের রূপরেখায় এনসিপির সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের সংহতি প্রকাশ

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশে সংহতি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর বিভিন্ন ইউনিট ও কেন্দ্রীয় নেতারা মিছিল সহকারে সমাবেশস্থলে উপস্থিত হন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা জানান, এই সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন। তাদের ভাষায়, নতুন বাংলাদেশ কেমন হবে—তা নিয়ে একটি রূপরেখা বা ইশতেহার উপস্থাপিত হবে, যা ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

তারা আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি যেভাবে নাগরিকদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনে নেমেছে, সেখানে আমরা ছাত্রসমাজ হিসেবে ঐক্যবদ্ধ থাকবো।”

এদিকে বিকেলে ধীরে ধীরে সমাবেশস্থলে যোগ দিতে থাকেন এনসিপির কেন্দ্রীয় নেতারাও। দলের পক্ষ থেকে জানানো হয়, এই সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ২৪ দফার ইশতেহার ঘোষণা করবেন, যেখানে নতুন বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামো নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকবে।

সমাবেশস্থলে ব্যাপক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও দেখা যায়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ