“টাকার অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না”—তাসনিম জারা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ২০:০৭:২৬
“টাকার অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না”—তাসনিম জারা
ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা এনসিপি নেত্রী ডা. তাসনিম জারার । ঘরের কাছেই চিকিৎসা, ডিজিটাল হেলথ রেকর্ড ও মানসিক স্বাস্থ্য প্রসারের প্রতিশ্রুতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী ও সবার জন্য সহজলভ্য করতে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের প্রতিটি এলাকায় এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে মানুষ ঘরের কাছেই মানসম্মত স্বাস্থ্যসেবা পায়।

রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ডা. জারা বলেন, “আমরা এমন ব্যবস্থা তৈরি করব, যেখানে হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা শুরু হবে। প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে করে অপ্রয়োজনীয় টেস্ট কমবে এবং ভুল চিকিৎসার ঝুঁকিও কমে আসবে।”

তিনি জানান, জুলাই মাসজুড়ে পদযাত্রার সময় দেশের নানা প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তারা। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এই স্বাস্থ্য পরিকল্পনা নেওয়া হয়েছে। “প্রায় প্রতিটি জেলায় চিকিৎসা-ব্যবস্থার বৈষম্য ও দুর্ভোগের কথা শুনেছি। আমরা এমন চিকিৎসা-ব্যবস্থা গড়ে তুলব যাতে কেউ টাকার অভাবে সেবা থেকে বঞ্চিত না হয়,” বলেন এনসিপির এই নেত্রী।

তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্যকেও গুরুত্বের সঙ্গে দেখা হবে। “আমরা মানসিক স্বাস্থ্যের প্রসারে কাজ করব, যাতে মানুষ নীরবে ভোগা না করে উপযুক্ত সহায়তা পায়।”

ডা. জারার ভাষ্যে উঠে এসেছে একটি ডিজিটাল, সমানাধিকারভিত্তিক ও মানবিক স্বাস্থ্যব্যবস্থার রূপরেখা, যা এনসিপির রাজনৈতিক অঙ্গীকারের অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ