সাধারণ আঁচড় নয়, বিপজ্জনক হতে পারে বিড়ালের খোঁচা

জীবনযাপন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৯:২২:৪৬
সাধারণ আঁচড় নয়, বিপজ্জনক হতে পারে বিড়ালের খোঁচা
ছবি: সংগৃহীত

বিড়াল বা কুকুরের কামড়ের পর আমরা অনেকেই চিকিৎসকের কাছে ছুটি। তবে অনেক সময় বিড়ালের একটি সাধারণ আঁচড়কেও হালকা ভাবে নেওয়া হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি হতে পারে মারাত্মক ভুল।

বিড়ালের আঁচড় কতটা বিপজ্জনক?

সংক্রামক রোগ বিশেষজ্ঞদের মতে, বিড়ালের শরীরে Bartonella henselae নামক একধরনের ব্যাক্টেরিয়া থাকতে পারে। এটি মানুষের দেহে ঢুকলে Cat Scratch Disease নামের একটি সংক্রমণ ঘটাতে পারে। এই ব্যাক্টেরিয়া শুধুমাত্র আঁচড় থেকেই নয়, বিড়ালের কামড় বা এমনকি বিড়ালের লালাতেও থাকতে পারে। ফলে বিড়াল চাটলেও এটি ছড়াতে পারে।

সংক্রমণের লক্ষণগুলো সাধারণ নয়। আঁচড়ের স্থান ফুলে ওঠে, লিম্ফ গ্রন্থিগুলোতে প্রদাহ দেখা দেয়, পুঁজ হয় বা ঘা হতে পারে। রোগী জ্বরে ভোগেন, মাথাব্যথা ও চরম ক্লান্তি অনুভব করেন। কোনো কোনো ক্ষেত্রে, ব্যাক্টেরিয়া মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গিয়ে স্নায়ুবিক জটিলতা সৃষ্টি করতে পারে। এতে রোগী জ্ঞান হারানোর মতো পরিস্থিতিতেও পড়তে পারেন।

প্রতিরোধ ও প্রাথমিক পদক্ষেপ

বিড়াল পোষা থাকলে তাকে নিয়মিত টিকা দেওয়া এবং নখ কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিড়ালের সঙ্গে খেলার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

আঁচড় লাগলে যা করবেন:

প্রথমেই আঁচড়ের জায়গা পানি দিয়ে পরিষ্কার করে নিন।

তারপর অ্যান্টিসেপ্টিক মলম ব্যবহার করুন।

আঁচড় থেকে রক্তপাত হলে ব্যান্ডেজ বা পরিষ্কার গজ দিয়ে ঢাকা দিন।

টিটেনাস ইনজেকশন নিতে হবে।

সংক্রমণের আশঙ্কা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিতে হবে।

এই ছোট একটি আঁচড় থেকেও বড় বিপদ হতে পারে—সুতরাং অবহেলা নয়, সচেতন থাকাই শ্রেয়।

সূত্র : আনন্দবাজার ডট কম

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ