নির্বাচনের আগে দেশে ফিরবেন নেতৃত্ব দেবেন—ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৮:০৮:৫৯
নির্বাচনের আগে দেশে ফিরবেন নেতৃত্ব দেবেন—ফখরুল
ছবি: সংগৃহীত

"তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশ: শাহবাগে ছাত্রদল সমাবেশে ফখরুল"

বাংলাদেশের জনগণ ফেব্রুয়ারির সম্ভাব্য নির্বাচনের দিকে তাকিয়ে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার চেয়েও বড় প্রত্যাশা হলো—তারেক রহমানের দেশে ফেরা। রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “সারা দেশ আজ অপেক্ষায় আছে। আমরা সবাই চাই তারেক রহমান দেশে ফিরে আসুন, নেতৃত্ব দিন, আমাদের পথ দেখান।”

তিনি আরও বলেন, “তারেক রহমান লন্ডনে বাংলাদেশের একটি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নির্ধারণের কথা বলেছেন। আমাদের দায়িত্ব এখন ঐক্যবদ্ধ থাকা এবং এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা।”

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “বাংলাদেশে বিভেদ সৃষ্টি করার নানামুখী অপচেষ্টা চলছে। প্রধানমন্ত্রী হাসিনা ও তার ঘনিষ্ঠরা প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে সেখান থেকেই হুমকি দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “তারা শুধু হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দেশে অস্থিরতা সৃষ্টির নানা চেষ্টাও করছে। তাই আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে—আর কখনো এ দেশে ফ্যাসিবাদী রাজনীতিকে স্থান দেওয়া যাবে না।”

বিএনপি মহাসচিব বলেন, “আমাদের লড়াই কেবল ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়, আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমাদের সংগঠিত হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে এবং স্বাধীনভাবে আমাদের পথ চলতে হবে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ