বসুন্ধরায় আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ ঘিরে ২৬ জন গ্রেপ্তার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৭:১৭:১১
বসুন্ধরায় আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ ঘিরে ২৬ জন গ্রেপ্তার
ডিএমপি মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান

কেবি কনভেনশন হলের সভায় সন্দেহজনক কর্মকাণ্ড: গ্রেপ্তার ২৬, তদন্তে নেমেছে ডিএমপি

রাজধানীর বসুন্ধরায় অবস্থিত কেবি কনভেনশন হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে পুলিশি তদন্ত শুরু হয়েছে। গত ৮ জুলাই আয়োজিত ওই অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কোনো পরিকল্পনা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি মিডিয়া সেন্টারে ৩ আগস্ট রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান। তিনি বলেন, “ঘটনার পর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু হয়েছে এবং এ পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

ডিএমপি আরও জানায়, সারাদেশে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের আরও ২১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে।

রাজধানীতে চলমান সভা-সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ডিএমপি। তালেবুর রহমান জানান, সিটিটিসি ইউনিটের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ প্রস্তুত রয়েছে।

ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ