নির্বাচন কমিশন একপক্ষীয় হলে ভোট বর্জনের হুঁশিয়ারি এনসিপির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৮:৩৪:০১
নির্বাচন কমিশন একপক্ষীয় হলে ভোট বর্জনের হুঁশিয়ারি এনসিপির
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন ঘিরে এনসিপির হুঁশিয়ারি: ‘একদলীয় নির্বাচনে আমরা থাকব না’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে এবং বাকিদের অংশগ্রহণ ঠেকাতে নানা বাধা সৃষ্টি করছে।

রোববার (৩ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, “গত ১৫ বছর ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই, কিন্তু একটি দল ছাড়া অন্যদের জন্য ইসিই বাধা হয়ে দাঁড়িয়েছে।” তিনি ইসিকে “একটি দলের উর্দি পরা মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান” হিসেবেও অভিহিত করেন।

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন যদি সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না। আমরা রাজপথে নামতে বাধ্য হব এবং জুলাই সনদের ভিত্তিতে কমিশন পুনর্গঠনের দাবি তুলব।”

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে যায়। প্রতিনিধি দলে ছিলেন, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এনসিপির নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সংশোধিত কাগজপত্র ইতোমধ্যে ইসিতে জমা দেওয়া হয়েছে বলে জানান দলটির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, দলটি শাপলা প্রতীক পাবে বলে তারা আশাবাদী। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতি ১৫ দিন অন্তর অনলাইনে ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচন কমিশনের অগ্রগতি জানানোর দাবি জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচন কমিশন এর আগে এনসিপিসহ ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যাচাই-বাছাই করে বিভিন্ন ঘাটতির বিষয়ে চিঠি দিয়েছিল। এনসিপির ক্ষেত্রে ছয়টি ঘাটতির মধ্যে উল্লেখযোগ্য ছিল—জেলা ও উপজেলা কমিটির তালিকা, অফিস ভাড়ার চুক্তিপত্র, তহবিলের উৎস ও পরিমাণ, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের স্বাক্ষর, সংবিধান পরিপন্থি নয় এমন প্রত্যয়ন এবং প্রার্থী মনোনয়নে প্যানেল ব্যবস্থার উল্লেখ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ