এনসিপি

কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে নগর উন্নয়ন: এনসিপির নতুন পরিকল্পনা তুলে ধরল সমাবেশে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৭:৫৩:৩১
কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে নগর উন্নয়ন: এনসিপির নতুন পরিকল্পনা তুলে ধরল সমাবেশে
ছবি: সংগৃহীত

শহীদ মিনারে এনসিপির সমাবেশ: নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা

জুলাই ঘোষণাপত্র ও নাগরিক সনদের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টায় শুরু হওয়া এ সমাবেশে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা।

সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দলের ইশতেহার ঘোষণা করা হয়। এতে পররাষ্ট্রনীতি, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, দুর্নীতিবিরোধী কৌশল, প্রবাসী নীতিমালা, নগর উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার—এসব বিষয়ে দলটির দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অনিক রায় সমাবেশে বলেন, "গত এক মাস ধরে আমরা এক জেলা থেকে আরেক জেলায় ঘুরেছি। সাধারণ মানুষ, কৃষক-শ্রমিকদের কথা শুনেছি। এই ইশতেহার তাদের কথার প্রতিফলন।"

দুপুরের পর থেকেই শহীদ মিনার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

সমাবেশ মঞ্চটি শহীদ মিনারের মূল বেদীর দুই পাশে এলইডি স্ক্রিন দিয়ে সাজানো হয়। এ ছাড়া এলাকাজুড়ে আরও কয়েকটি এলইডি স্ক্রিন বসানো হয়, যেখানে জুলাই আন্দোলনের নানা প্রেক্ষাপট ও তথ্যচিত্র দেখানো হয়।

সমাবেশে অংশ নেওয়া জনসাধারণের জন্য মোবাইল টয়লেট, মেডিক্যাল বুথ ও নেতাদের জন্য পেছনে তাবু স্থাপন করা হয়। আয়োজনটি ঘিরে শহীদ মিনার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ