সিডনি সুইনির জিন্স বিজ্ঞাপন ঘিরে মার্কিন রাজনীতিতে ঝড়

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ২০:১৬:০৫
সিডনি সুইনির জিন্স বিজ্ঞাপন ঘিরে মার্কিন রাজনীতিতে ঝড়
সিডনি সুইনির ছবি: সংগৃহীত

জিন্সের একটি সাধারণ বিজ্ঞাপন নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। সামাজিক মাধ্যমে চলা ‘সংস্কৃতি যুদ্ধ’ নতুন মাত্রা পেয়েছে যখন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক ব্যঙ্গাত্মক মন্তব্যে সরাসরি ডেমোক্র্যাটদের সমালোচনা করেন।

সম্প্রতি এক রক্ষণশীল পডকাস্টে ভ্যান্স বলেন, “একজন সাধারণ আমেরিকান তরুণী একটি সাধারণ জিন্সের বিজ্ঞাপন করল, আর তাতেই ডেমোক্র্যাটরা বিক্ষিপ্ত। তাদের মতে, কেউ যদি সিডনিকে সুন্দর বলে, তবে সে নাৎসি!” তিনি আরও বলেন, “২০২৪ সালের নির্বাচনের ফলাফলের পরও ডেমোক্র্যাটরা কিছুই শেখেনি। তরুণদের মন জয় করতে যদি এই পথ তারা বেছে নেয়, তবে তা অত্যন্ত বিপজ্জনক।”

বিতর্কিত বিজ্ঞাপনটিতে শব্দের দ্ব্যর্থতা ব্যবহার করে সিডনি সুইনি বলেন, “জিন পিতামাতার কাছ থেকে আসে।” এরপর তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “আমার জিন্স নীল।” আরেকটি দৃশ্যে একটি বিলবোর্ডে লেখা দেখা যায়—“সিডনি সুইনির দারুণ জিন আছে।” পরে সেই ‘জিন’ শব্দ কেটে সেখানে লেখা হয় ‘জিন্স’। এই শব্দচালনার মধ্য দিয়ে কেউ কেউ জাতিগত ইঙ্গিত খুঁজে পেয়েছেন এবং বলছেন, এতে শ্বেতাঙ্গ সৌন্দর্যকে শ্রেষ্ঠত্ব হিসেবে উপস্থাপন করা হয়েছে।

যদিও এ বিষয়ে শীর্ষ ডেমোক্র্যাট নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, হোয়াইট হাউজের মুখপাত্র স্টিভ চিয়াং এই বিতর্ককে ব্যাখ্যা করেছেন ‘সংস্কৃতি বাতিলের’ একটি উদাহরণ হিসেবে। তিনি বলেন, “এই বিকৃত ও বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গির কারণেই ২০২৪ সালের নির্বাচনে আমেরিকানরা যেমন ভোট দিয়েছে, তা ব্যাখ্যা হয়।”

সব মিলিয়ে, একটি সাধারণ জিন্সের বিজ্ঞাপন থেকেই শুরু হয়ে গেছে আরও এক দফা রাজনৈতিক মেরুকরণ, যার কেন্দ্রবিন্দুতে এবার সিডনি সুইনি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ