এনসিপি

২৪ দফা দাবি নিয়ে নতুন রূপরেখা প্রকাশ এনসিপির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৮:৪২:২২
২৪ দফা দাবি নিয়ে নতুন রূপরেখা প্রকাশ এনসিপির

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করলো এনসিপি, ২৪ দফা দাবিতে সমাবেশে নতুন রূপরেখা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক জনসমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে। ইশতেহারে তারা ২৪টি দফা উত্থাপন করেছে, যেখানে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের বিষয়কে মুখ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঠিক এক বছর আগে একই জায়গা থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এক দফা দাবি ঘোষণা করেছিলেন। এবার সেই জায়গা থেকেই নতুন কর্মসূচি ও ভবিষ্যতের রূপরেখা উত্থাপন করলো এনসিপি। সমাবেশের মধ্য দিয়ে জুলাই মাসজুড়ে চলা সারাদেশব্যাপী পদযাত্রার সমাপ্তিও ঘোষণা করা হয়।

বিচার চায় জুলাই গণহত্যারইশতেহারের প্রথম ও প্রধান দাবি—জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার। এই হত্যাকাণ্ডের যেসব মামলা বিচারাধীন, সেগুলোর দ্রুত নিষ্পত্তি এবং বর্তমান সরকারের আমলেই রায় কার্যকর করার আহ্বান জানানো হয়।

সংস্কার ও নতুন সংবিধানের আহ্বানদলটির দাবি, ঐকমত্য কমিশনের মাধ্যমে প্রণীত ‘জুলাই সনদ’কে আইনি ভিত্তি দিতে হবে এবং পরবর্তী নির্বাচন এই সনদের আলোকে অনুষ্ঠিত হতে হবে। তারা চায় না, নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার ছেড়ে দেওয়া হোক। বরং নতুন গণপরিষদ বা সংসদ গঠনের মাধ্যমে এই প্রক্রিয়া চালিয়ে নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি।

তরুণদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি—অন্তর্বর্তী সরকারের সমালোচনাইশতেহারে আরও বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যে তরুণ প্রজন্মের চেতনা কাজ করেছে, সেই তরুণদের আকাঙ্ক্ষা অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে পারেনি। এনসিপির ভাষ্য, এই ব্যর্থতা মোকাবিলা করে পরবর্তী বাংলাদেশে তরুণদের আশা-আকাঙ্ক্ষার আইনি স্বীকৃতি দিতে হবে।

ঘোষণার সময়সূচি নিয়ে অবস্থান পরিবর্তনপ্রথমে এনসিপি নিজেরাই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে চেয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট বিকেল ৫টায় এটি প্রকাশের ঘোষণা দেওয়ায় এনসিপি তাদের কর্মসূচির নাম পরিবর্তন করে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ হিসেবে ঘোষণা দেয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ