উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’ আসছে, ৯০ শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৯:৫২:১৮
শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’ আসছে, ৯০ শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দেশের ওপর দিয়ে আসছে চলতি বছরের অন্যতম শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান’। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এটি দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টি আনতে পারে। শনিবার (২ আগস্ট) বিডব্লিউওটি তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

সংস্থাটি জানিয়েছে, ‘ঈশান’ নামের এ বৃষ্টিবলয়টি মূলত দেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করবে এবং সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে থাকবে বেশ সক্রিয়তা এবং বরিশাল ও খুলনা বিভাগে থাকবে মাঝারি সক্রিয়তা।

এটি চলতি বছরের ১০ম বৃষ্টিবলয় এবং ৬ষ্ঠ মৌসুমী বৃষ্টিবলয়। এটি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের ওপর দিয়ে প্রবেশ করে ৯ আগস্টের মধ্যে রংপুর অঞ্চল দিয়ে দেশ ত্যাগ করতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, ৪ থেকে ৮ আগস্ট পর্যন্ত বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় ৪০ থেকে ৬০ শতাংশ জায়গায় ভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

উজান থেকে আসা পানির সঙ্গে অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু ও বন্যাপ্রবণ এলাকাগুলো প্লাবিত হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকবে।

তবে এই বৃষ্টিবলয়ে বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। যদিও দমকা হাওয়া বইতে পারে বৃষ্টিবাহী অঞ্চলে। সমুদ্র সাধারণত নিরাপদ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসনকে সর্তক থাকতে বলা হয়েছে।

‘ঈশান’ চলাকালে দেশের আকাশ অধিকাংশ সময়েই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি চলাকালে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকলেও বৃষ্টির বিরতিতে বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সক্রিয় এলাকাগুলোতে সূর্যের দেখা পাওয়া যাবে না বললেই চলে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ