কাজ না করেও কোটি টাকা আয়! কিভাবে সম্ভব?

সত্য নিউজ:জাপানের শোজি মোরিমোতো নামের এই মানুষটির জীবনের গল্প যেন একদমই নিয়মের বাইরে। চাকরি হারিয়ে হতাশ না হয়ে শোজি খুলে ফেললেন একটি ওয়েবসাইট। সেখানে পরিষ্কার জানিয়ে দিলেন, “আমি কিছুই করব না তবে সঙ্গ দেব, কথা শুনব, পাশে থাকব। এর বিনিময়ে আমাকে ভাড়া করতে পারবেন।” এবং সেই ‘কিছু না করেই’ সঙ্গ দেওয়ার কাজ থেকেই তিনি আয় করেছেন কোটি টাকা!
শোজির সেবার ধরন ছিল একেবারে ব্যতিক্রম। কেউ তাঁকে ভাড়া করেছেন পার্টিতে নিয়ে যাওয়ার জন্য, কেউবা ম্যারাথনের ফিনিশিং লাইনে দাঁড়িয়ে অভিনন্দন জানানোর জন্য। কারও কারও চাহিদা ছিল আরও সংবেদনশীল যেমন, একজন নারী তাঁকে ভাড়া করেছিলেন কেবল নিজের পাশে বসে থাকার জন্য, যখন তিনি ডিভোর্স পেপারে সই করছিলেন।
শোজির এই সঙ্গ দেওয়ার কাজের মূল্য নির্ধারণ করতেন কাস্টমাররাই। কেউ কেউ আবার সন্তুষ্ট হয়ে নির্ধারিত টাকার চেয়েও বেশি দিতেন। সময়ের সঙ্গে সঙ্গে শোজির জনপ্রিয়তাও বাড়তে থাকে। এখন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা বেশি পারিশ্রমিক দেবেন, সেবা পাবেন শুধুমাত্র তারাই।
একবার এক ব্যক্তি তাঁকে ১৭ ঘণ্টার জন্য ভাড়া করেছিলেন। পুরোটা সময় ট্রেনে করে যাওয়া-আসার পথে শোজি শুধু সেই ব্যক্তির কথা শুনেছেন কোনো বিচার না করে, শুধু শ্রোতা হয়ে পাশে থেকেছেন।
শোজির পেছনে রয়েছে এক সামাজিক বাস্তবতা। জাপানে জন্মহার কমছে, একক পরিবার বাড়ছে, এবং মানুষের মাঝে বাড়ছে একাকিত্ব। এই ফাঁক গলেই তৈরি হয়েছে এক নতুন বাজার 'ভাড়া করা সঙ্গ'। শোজি হয়ে উঠেছেন সেই একাকিত্ব ঘোচানোর প্রতীক।
নমুরা রিসার্চ ইনস্টিটিউটের পরামর্শক আই সাকাতা বলেন, “জাপানিদের যেটির অভাব, শোজি সেটিই দিচ্ছেন। প্রেম বা গভীর সম্পর্ক নয়, অনেকেই কেবল সঙ্গ বা শ্রোতা চাচ্ছেন, সেটিই শোজি দিয়েছেন।”
এই ব্যতিক্রমী পেশা এখন শোজিকে এনে দিয়েছে জনপ্রিয়তা, অর্থ এবং মানসিক শান্তি। তাঁর ভাষায়, “দিন শেষে আমি সুখী, কারণ আমি আমার পরিবারকে সময় দিতে পারছি আর মানুষের পাশে থেকে আনন্দ পাচ্ছি।”
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে