স্টিলের বাসনে কালো দাগ?  ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

জীবনযাপন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১৮:৪০:১০
স্টিলের বাসনে কালো দাগ?  ঘরোয়া উপায়ে মিলবে সমাধান
ছবি: সংগৃহীত

নিয়মিত ব্যবহারে স্টিলের বাসনদোর পৃষ্ঠে দাগ পড়ে যাওয়া স্বাভাবিক। দীর্ঘদিন ব্যবহার না করলে কিংবা ঠিকভাবে সংরক্ষণ না করলে এসব বাসনের গায়ে কালো বা বাদামি দাগ দেখা দেয়। এগুলো যেমন দেখতে অস্বস্তিকর, তেমনি রান্নার সময় এসব দাগ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অনেকেই এসব দাগ দূর করতে বাজারে পাওয়া দামি ক্লিনার ব্যবহার করেন। তবে ঘরোয়া কিছু উপায় ব্যবহার করেই আপনি বাসনকে নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন।

লেবু ও লবণ:একটি লেবু কেটে তাতে লবণ লাগিয়ে বাসনের দাগের ওপর ঘষলে ভালো ফল মেলে। লেবুর প্রাকৃতিক অ্যাসিড এবং লবণের ঘষার গুণ মিলিয়ে দাগ সহজেই দূর হয়।

বেকিং সোডা ও ভিনেগার:এক চামচ বেকিং সোডা ও এক কাপ সাদা ভিনেগার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি দাগের জায়গায় লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে ফেললে দাগ দূর হয়ে যাবে।

টুথপেস্ট:সাধারণ সাদা টুথপেস্টও দাগ দূর করতে কার্যকর। দাগের ওপর টুথপেস্ট লাগিয়ে কয়েক মিনিট রেখে স্ক্রাবার দিয়ে ঘষলেই বাসন পরিষ্কার ও চকচকে হয়ে উঠবে।

চালের মাড় বা গরম পানি:চালের মাড় দিয়ে ঘষলে অনেক সময় দাগ হালকা হয়ে যায়। এছাড়া গরম পানিতে বাসন ভিজিয়ে রেখে তাতে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করলেও ভালো ফল পাওয়া যায়।

অ্যামোনিয়া ফ্রি ডিশওয়াশ লিকুইড:যদি দাগ বেশি পুরনো বা জেদি হয়, তবে বাজারে পাওয়া অ্যামোনিয়া ফ্রি ডিশওয়াশ লিকুইড ব্যবহার করা যেতে পারে। তবে ব্যবহারের আগে বাসন গরম পানিতে ভিজিয়ে রাখলে কার্যকারিতা বাড়ে।

তবে সতর্ক থাকতে হবে—কখনো স্টিলের বাসনে হার্ড ব্রাশ বা ধাতব কিছু ব্যবহার করা যাবে না। এতে দাগ উঠলেও বাসনের গায়ে ঘষার দাগ থেকে যায়। পরিষ্কার করার পর বাসন ভালোভাবে শুকিয়ে ঢেকে রাখলে ভবিষ্যতে দাগ পড়ার সম্ভাবনাও কমে যায়।

সঠিক উপায়ে নিয়মিত যত্ন নিলে পুরনো বাসনও আবার ব্যবহার উপযোগী ও ঝকঝকে হয়ে উঠবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ