যিনি হলেন নগদের নতুন সিইও

অর্থ ও বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৪:১৭:২৮
যিনি হলেন নগদের নতুন সিইও

সত্য নিউজ: মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাফায়েত আলম। সোমবার, ১২ মে, তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ তিন দশকের পেশাগত অভিজ্ঞতা ও বহুজাতিক কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে সাফল্য অর্জনের পর এবার দেশের অন্যতম ডিজিটাল ফাইন্যান্স প্রতিষ্ঠান নগদকে নেতৃত্ব দেবেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর সাফায়েত আলম জানিয়েছেন, নগদকে একটি সাড়া জাগানো ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে যে পরিশ্রম ও উদ্ভাবন প্রয়োজন, তিনি তা অব্যাহত রাখবেন। তার নেতৃত্বে গ্রাহকসেবার মানোন্নয়ন ও ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে বিশেষ জোর দেওয়া হবে বলে জানান তিনি।

সাফায়েত আলম ২০১৯ সালে নগদের আনুষ্ঠানিক যাত্রার আগ থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন। শুরু থেকেই নগদের রূপান্তর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি। এর আগে তিনি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন।

নতুন দায়িত্বে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের প্রতিটি নিয়মকানুন মেনে খুব অল্প সময়ের মধ্যে নগদ দেশের এমএফএস খাতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও নিয়ন্ত্রক সংস্থার দিকনির্দেশনায় আমরা নগদের উদ্ভাবনী সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেষ্ট থাকব। ক্যাশলেস বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, সেখানে নগদের ভূমিকা আরও সুসংহত হবে।”

ডাক বিভাগের সঙ্গে যৌথভাবে পরিচালিত নগদ বর্তমানে দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এমএফএস প্রতিষ্ঠানগুলোর একটি। বর্তমানে এর গ্রাহক সংখ্যা ৮ কোটির বেশি এবং সারাদেশে ৩ লাখেরও বেশি উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সর্বনিম্ন চার্জে ক্যাশ আউট, ফ্রি সেন্ড মানি, এবং সহজ গ্রাহকসেবার জন্য নগদ ইতোমধ্যেই গ্রাহকের আস্থাভাজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রতিদিন প্রায় দুই হাজার কোটি টাকার লেনদেন নগদের মাধ্যমে সম্পন্ন হয়। সাশ্রয়ী খরচে প্রযুক্তিনির্ভর এই সেবাটি সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তিকে সহজ ও বাস্তবমুখী করে তুলেছে।

উল্লেখযোগ্যভাবে, গত আগস্টে বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দিলে তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান মো. সাফায়েত আলম। সম্প্রতি আপিল বিভাগের চেম্বার আদালত প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করেন। আদালতের এই সিদ্ধান্তের পরই তিনি পুনরায় নগদের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন নেতৃত্বে নগদ কেবল একটি আর্থিক সেবা নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অন্তর্ভুক্তির অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত