'আইএফআইসি আমার বন্ড' কেলেঙ্কারিতে আজীবন অবাঞ্ছিত সালমান-শায়ান

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৮:১৫:১২
'আইএফআইসি আমার বন্ড' কেলেঙ্কারিতে আজীবন অবাঞ্ছিত সালমান-শায়ান
সালমান এফ রহমান। পুরোনো ছবি

বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা: সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, আজীবন অবাঞ্ছিত ঘোষণা বিএসইসির

বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে আইএফআইসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা এবং তার ছেলে ও তৎকালীন ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে তাদের উভয়কে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।

২০২৩ সালের ৪ জুন বিএসইসির ৮৭১তম কমিশন সভায় অনুমোদন পায় ‘আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ জিরো কুপন বন্ড’। এটি ১৫০০ কোটি টাকা অভিহিত মূল্য এবং ১০০০ কোটি টাকা ইস্যু মূল্যের একটি বন্ড, যার ইস্যুয়ার ছিল ‘শ্রীপুর টাউনশিপ লিমিটেড’ নামক একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি মাত্র ২ মার্চ ২০২৩ সালে নিবন্ধিত হয় এবং এক মাস পরই বন্ড ইস্যুর আবেদন করে।

এই কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ৩৩৫ কোটি টাকা, যার মধ্যে মাত্র ৪ দিনের ব্যবধানে ২৪৮ কোটি টাকা তোলা হয় ‘ভূমি উন্নয়ন’ খাতে। বিষয়টি কমিশনের কাছে সন্দেহজনক মনে হয়।

যদিও আইএফআইসি ব্যাংক সরাসরি বন্ডটি ইস্যু করেনি, তবে বিজ্ঞাপনে বন্ডের নাম দেওয়া হয় ‘আইএফআইসি আমার বন্ড’। এতে সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে মনে করেন এটি আইএফআইসি ব্যাংকের নিজস্ব বন্ড। প্রকৃতপক্ষে, ব্যাংকটি ছিল কেবল জামিনদাতা (গ্যারান্টার)। এভাবে ভুল তথ্য দিয়ে বিনিয়োগকারীদের প্রতারিত করা হয়।

এই অভিযোগ তদন্তে গঠিত বিএসইসির অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কমিশন একাধিক ব্যক্তিকে শাস্তি দেয়।

সালমান এফ রহমান: ১০০ কোটি টাকা জরিমানা ও আজীবন অবাঞ্ছিত

আহমেদ শায়ান ফজলুর রহমান: ৫০ কোটি টাকা জরিমানা ও আজীবন অবাঞ্ছিত

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম (বিএসইসির তৎকালীন চেয়ারম্যান): আজীবন অবাঞ্ছিত

ড. শেখ শামসুদ্দিন আহমেদ (তৎকালীন কমিশনার): ৫ বছরের জন্য অবাঞ্ছিত

ইমরান আহমেদ (আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন সিইও): ৫ বছরের জন্য নিষিদ্ধ

শাহ আলম সারওয়ার (তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক, আইএফআইসি ব্যাংক): এনফোর্সমেন্ট কার্যক্রম

আইএফআইসি ব্যাংক: সতর্কীকরণ

পরিচালক ও স্বতন্ত্র পরিচালকরা: সতর্কীকরণ

ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড: ১০ লাখ টাকা জরিমানা

এ ছাড়া বন্ড ইস্যুর পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ভূমিকা পর্যালোচনা করে আরও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ