সরকারি জমি আর প্রতীকী মূল্যে নয়: অর্থ উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৪:৫২:৩২
সরকারি জমি আর প্রতীকী মূল্যে নয়: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ছবি: সংগৃহীত

সরকারি জমি এখন থেকে আর কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্টভাবে জানান, সরকারি জমি পেতে হলে সংশ্লিষ্ট সংস্থাকে এর প্রকৃত মূল্য পরিশোধ করতে হবে।

মঙ্গলবার (আজ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সভায় চট্টগ্রামের বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের জন্য জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর বিষয়ে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। জমিটির দাম ধরা হয় ১৭ কোটি টাকা।

এই প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, “সেনাবাহিনী জমি নিতে চেয়েছে, তবে আমরা পরামর্শ দিয়েছি যে প্রতীকী মূল্যে জমি দেওয়া হবে না। তারা চাইলে নিয়ম অনুযায়ী অর্থ দিয়ে কিনে নিতে পারবে।”

তিনি আরও বলেন, “প্রতীকী মূল্যে জমি দিলে অনেক সময় দেখা যায়, প্রয়োজনের চেয়ে অনেক বেশি জমি চাওয়া হয়। যেমন, যেখানে ১০ একর জমি যথেষ্ট, সেখানে অনেকে ১০০ একর দাবি করে বসে। এতে করে জমির যথাযথ ব্যবহার হয় না।”

সরকার চাইছে, সরকারি সম্পদের ব্যবহার যেন সঠিক ও যৌক্তিক হয়, এবং এর যথাযথ মূল্য রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আসে বলে জানান তিনি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ