সাম্য হত্যা: তিন আসামির রিমান্ড, একজনের আদালতে দোষ স্বীকার

অপরাধ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ০০:৫৪:২৭
সাম্য হত্যা: তিন আসামির রিমান্ড, একজনের আদালতে দোষ স্বীকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে নাটকীয় অগ্রগতি হয়েছে। মামলায় নতুন করে গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, আরেকজনকে পাঠানো হয়েছে কারাগারে।

সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনকে দুই দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে গ্রেপ্তার সুজন সরকারকে কারাগারে পাঠানো হয়।

এদিকে, মো. রিপন নামে আরেক আসামি স্বেচ্ছায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন কর্মকর্তা এসআই জিন্নাত আলী। রিপনকেও পরে কারাগারে পাঠানো হয়।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে সোহাগ, হৃদয়, রবিন ও রিপনকে এবং বংশালের আগামাসী লেন থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর ফলে মামলায় মোট আটজন আসামি গ্রেপ্তার হলো।

এর আগে ১৩ মে রাতে গ্রিনরোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) ও সম্রাট মল্লিক (২৮) নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৪ মে তারা কারাগারে যান, এবং ১৭ মে ও ২৩ মে দুই দফায় তাদের ১১ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের ছাত্র এবং এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।

ঘটনার পরপরই তার বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও হত্যার পেছনে রাজনৈতিক কারণ, পরিকল্পনা ও মোটিভ নিয়ে এখনও চলছে তদন্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত