বৃষ্টিকে উপেক্ষা করে ‘জুলাই জাগরণ’-এ জনতার ঢল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ১৫:২২:৫৫
বৃষ্টিকে উপেক্ষা করে ‘জুলাই জাগরণ’-এ জনতার ঢল
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও তার আশপাশের এলাকা আজ মঙ্গলবার সকাল থেকেই এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী। ‘জুলাই গণজাগরণ দিবস’-কে ঘিরে হাজারো মানুষ ছুটে এসেছেন এখানে, অংশ নিচ্ছেন ‘জুলাই জাগরণ’ কর্মসূচিতে। রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই হাতে পতাকা, বুকে জুলাই চার্টারের ব্যাজ আর কণ্ঠে স্লোগান নিয়ে হাজির হয়েছেন গণআন্দোলনের এই মঞ্চে।

তবে দিনের শুরু থেকেই বিরূপ আবহাওয়া একধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মাঝেমধ্যে টানা আবার কখনো হালকা বৃষ্টিতে কর্মসূচির গতি কিছুটা হলেও শ্লথ হয়ে পড়েছে। কিন্তু প্রকৃতির এই বাধাও থামিয়ে রাখতে পারেনি উপস্থিত জনতার ঢল। বরং বৃষ্টি উপেক্ষা করেই একের পর এক মানুষের ঢেউ আছড়ে পড়ছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে পুরো এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। কোথাও কেউ ছাতা মাথায়, কোথাও কেউ গাছের নিচে আশ্রয় নিয়ে আবার কেউ কেবল শরীর দিয়ে বৃষ্টি সহ্য করেই দাঁড়িয়ে আছেন স্লোগান তুলে। অনেকেই জাতীয় পতাকা গায়ে জড়িয়ে, কেউ বা জুলাই চার্টারের প্রতীক ধারণ করে নেমেছেন বৃষ্টিভেজা এই জনসমাবেশে।

যাত্রাবাড়ী থেকে আসা তরুণ আকবর হোসেন বললেন, “বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত জুলাইয়ে যে লড়াই শুরু করেছি, সেটা বৃষ্টিতে থামবে না, গুলিতেও থামবে না।”

অন্যদিকে, এক বেসরকারি চাকরিজীবী রাজীব আহামেদ বলেন, “জুলাই জাগরণ মানে আত্মার লড়াই। এই মঞ্চ আমরা ছাড়ব না, যতক্ষণ না চার্টার বাস্তবায়ন হয়।”

বৃষ্টির তোয়াক্কা না করেই মানুষ জমা হচ্ছেন, বাড়ছে গতি। একসময় গোটা এলাকাজুড়ে প্রতিধ্বনিত হয়, “আমরা চাই জুলাই চার্টার” স্লোগান। এই বৃষ্টিভেজা প্রতিবাদ যেন এক নতুন প্রতীক—যেখানে আবহাওয়ার প্রতিকূলতাও চাপা দিতে পারছে না মানুষের ন্যায়সঙ্গত দাবিকে।

এ যেন এক অন্যরকম জুলাই, যেখানে জাগরণ শুধু বক্তৃতা-স্লোগানে সীমাবদ্ধ নয়, বরং ভিজে জামাকাপড় আর ধৈর্যধারী কণ্ঠে লেখা হচ্ছে নাগরিক দৃঢ়তার এক অনন্য ইতিহাস।

-নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ