৯ কোটি টাকার প্রকল্পে সিলেটে স্মৃতিস্তম্ভ স্থাপন, উদ্বোধন অনিশ্চিত

সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ২০:১১:২৩
৯ কোটি টাকার প্রকল্পে সিলেটে স্মৃতিস্তম্ভ স্থাপন, উদ্বোধন অনিশ্চিত
ছবি: সিলেটভিউ

সিলেট নগরীতে স্থাপন করা হয়েছে জুলাই অভ্যুত্থান স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকেও এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা জানানো হয়নি।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের ৬৩টি জেলার গুরুত্বপূর্ণ স্থানে জুলাই আন্দোলনের স্মৃতিকে ধারণ করে এ ধরনের স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিটি স্মৃতিস্তম্ভ তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ১৪ লাখ টাকা করে, আর সারাদেশের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা।

১৮ ফুট উচ্চতা ও ৬ ফুট প্রস্থের এই স্মৃতিস্তম্ভগুলোতে সংযোজন করা হয়েছে গত বছরের জুলাই আন্দোলনে ব্যবহৃত স্লোগান, কবিতা ও গ্রাফিতি। স্থাপনাগুলো এমনভাবে তৈরি হয়েছে, যাতে এর অভ্যন্তরে আলো জ্বালানোর পর দুই পাশ থেকেই দর্শনার্থীরা লেখা পড়তে পারেন। পাশাপাশি, দেড় ফুট চওড়া একটি বেদি তৈরি করা হয়েছে, যেখানে মানুষ শ্রদ্ধা জানাতে ফুল অর্পণ করতে পারবেন।

জানাগেছে, এই প্রকল্প বাস্তবায়নে একযোগে কাজ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং গণপূর্ত মন্ত্রণালয়।

সিলেটে স্থাপন করা স্মৃতিস্তম্ভটি মঙ্গলবার রাতে এসে পৌঁছায়। গণপূর্ত বিভাগের ঢাকা কার্যালয় থেকে পাঠানো স্মৃতিস্তম্ভটি রাতেই নগরীর রিকাবিবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে স্থাপন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর এবং উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন।

তবে তারা জানান, স্মৃতিস্তম্ভটি উদ্বোধনের বিষয়ে কোনো তারিখ বা নির্দেশনা তারা এখনো পাননি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান বলেন, “আমাদের এখনো কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা এলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ