জীবনে যা ঘটে সবই মুমিনের জন্য কল্যাণ: কোরআন-হাদিসের আলোকে চমৎকার ব্যাখ্যা

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৯:৩১:৩৮
জীবনে যা ঘটে সবই মুমিনের জন্য কল্যাণ: কোরআন-হাদিসের আলোকে চমৎকার ব্যাখ্যা
ছবি: সংগৃহীত

আমাদের দৈনন্দিন জীবনে বিপদ, কষ্ট, সুখ কিংবা দুঃখ যা কিছুই ঘটুক না কেন, অনেকেই বলে থাকেন, “জীবনে যা কিছু হয়, সবই ভালোর জন্য হয়।” এই বাক্যটি শুনে কেউ কেউ এটিকে কেবল সান্ত্বনার বুলি মনে করলেও, ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি একটি গভীর তাওহীদ ও তাকদিরের প্রতি বিশ্বাসের বহিঃপ্রকাশ। একজন প্রকৃত মুমিনের জীবনে যা কিছু ঘটে, সে তা আল্লাহর ফয়সালা হিসেবে মেনে নেয় এবং বিশ্বাস রাখে—তা অবশ্যই কোনো না কোনো কল্যাণের বাহক।

আল-কুরআনের সূরা আল-বাকারা, আয়াত ১৫৫-তে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তিনি মানুষকে ভয়, ক্ষুধা, জান-মালের ক্ষতি এবং ফসলহানির মাধ্যমে পরীক্ষা করবেন। কিন্তু সেইসঙ্গে তিনি ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন, যাদের অন্তর দৃঢ় থাকে বিপদের সময়েও। এই আয়াতটি ইঙ্গিত করে, জীবনে যেসব প্রতিকূলতা আসে তা নিছক শাস্তি নয়, বরং তা ঈমানদারদের জন্য আত্মশুদ্ধি ও আত্মোন্নয়নের সুযোগ।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, একজন মুমিনের সবকিছুতেই কল্যাণ নিহিত থাকে। যদি কোনো সুখকর ঘটনা ঘটে, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি কোনো কষ্ট হয়, সে ধৈর্য ধারণ করে, সেটিও তার জন্য মঙ্গলজনক হয়। (সহিহ মুসলিম, হাদিস ২৯৯৯)। এই হাদিস স্পষ্টভাবে তুলে ধরে, কষ্টের মধ্যেও মুমিনের জন্য রয়েছে এক আধ্যাত্মিক লাভ ও সওয়াব।

আবু হুরাইরাহ (রাঃ) বর্ণিত অপর এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, একজন মুসলমানের শরীরে একটি কাঁটা বিদ্ধ হওয়া পর্যন্তও যদি কষ্ট সহ্য করে, তবে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহিহ বুখারী ৫৬৪২; সহিহ মুসলিম ২৫৭৩)। এতে বোঝা যায়, প্রতিটি শারীরিক ও মানসিক যন্ত্রণা এমনকি ক্ষুদ্রতম অসুবিধাও একজন মুমিনের জন্য আত্মশুদ্ধির একটি সুযোগ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ