ব্যাংক খাত লুটপাটের নজিরবিহীন চিত্র তুলে ধরলেন উপদেষ্টা’—সালেহউদ্দিন

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৪:১৯:৪০
ব্যাংক খাত লুটপাটের নজিরবিহীন চিত্র তুলে ধরলেন উপদেষ্টা’—সালেহউদ্দিন
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই স্বল্প সময়ের মধ্যেই দেশের অর্থনীতিতে যতটা সম্ভব সংস্কার বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “গতকাল নির্বাচন অনুষ্ঠানের সময় ঘোষণা করা হয়েছে। এখন আমাদের হাতে সময় খুবই কম। আমরা অল্প সময়েই চলে যাব। তাই এই সময়ের মধ্যে যতটা সম্ভব অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করব। যেগুলো করার মতো, সেগুলো শুরু করে যাব।”

সংস্কারকে চলমান একটি প্রক্রিয়া হিসেবে অভিহিত করে উপদেষ্টা আরও বলেন, “সংস্কার কোনো এককালীন বিষয় নয়। এটি চলতে থাকে। আমার জীবন যেমন থেমে নেই, সংস্কারও তেমনি থেমে থাকে না। আমরা কিছু কার্যক্রম শুরু করব, ভবিষ্যতে তা আরও এগিয়ে নেওয়া যাবে।”

আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে দুর্নীতির চিত্র তুলে ধরেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর আমার ছাত্র ছিল। সে বলেছে, আমি আইএমএফে কাজ করেছি, ১০০ দেশের অভিজ্ঞতা আছে। কিন্তু পৃথিবীর কোনো দেশে দেখিনি, যেখানে ৮০ শতাংশ ঋণের টাকা একবারে তুলে নেওয়া হয়েছে।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “একটি ব্যাংকে যদি ২০ হাজার কোটি টাকা থাকে, তাহলে তার মধ্যে ১৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এখানে তো আমাদের সবারই টাকা থাকে—আপনারও, আমারও।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ