ইসলামী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৯:১৯:১৫
ইসলামী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. ওমর ফারুক খান নিয়োগ পেয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদনের পর ৬ আগস্ট ২০২৫ থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে বলে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মো. ওমর ফারুক খানকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমোদন চাওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

মো. ওমর ফারুক খান একজন অভিজ্ঞ ব্যাংকার এবং ইসলামী ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি এর আগে ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে তার নেতৃত্বগুণ, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং দক্ষ ব্যবস্থাপনাগত দক্ষতা ইতোমধ্যেই প্রতিষ্ঠানের অভ্যন্তরে ও বাইরের পরিমণ্ডলে স্বীকৃত।

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ নীতিমালার পূর্ণ অনুসরণ নিশ্চিত করে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।”

উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের প্রথম পূর্ণাঙ্গ শরীয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক হিসেবে ১৯৮৩ সালে যাত্রা শুরু করে। ব্যাংকটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক হিসেবে স্বীকৃত এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বহু সম্মাননা অর্জন করেছে।

-রাফসান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ