বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরাই, অন্তর্বর্তী সরকার নয়: আলী রীয়াজ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৭:৪৭:১৫
বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরাই, অন্তর্বর্তী সরকার নয়: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও রাজনীতি বিশ্লেষক ড. আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত, কোনো অন্তর্বর্তী সরকারের নয়। কারণ, এই সরকার হবে শুধুই অন্তর্বর্তী এবং নির্বাচনের সময়ের জন্য নির্ধারিত—স্থায়ী নয়।

বুধবার (৬ আগস্ট) ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ শীর্ষক এক সংলাপে তিনি এসব মন্তব্য করেন।

আলোচনায় ড. রীয়াজ সাংবাদিক সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “গত ১৬ বছরে সাংবাদিক সমাজ যে বাস্তবতা মোকাবিলা করেছে, তা পর্যালোচনার জন্য সাংবাদিক ইউনিয়ন এবং সিভিল সোসাইটিকে নিয়ে যৌথভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি—এটা বিস্ময়কর।”

তিনি বলেন, “সাংবাদিকদের মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন—আপনি সাংবাদিক, না রাজনীতিবিদ?”

গত বছরের জুলাই আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিকদের ডেকে একটি বৈঠক করেছিলেন। সেখানে উপস্থিত সাংবাদিকরা কী বলেছিলেন, সবাই জানেন। সেটা কি সাংবাদিকতা ছিল, না রাজনৈতিক আনুগত্য? আমি কাকে রক্ষা করবো?”

সাংবাদিক সমাজের বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের সাংবাদিক ইউনিয়নগুলো যেমন বিএফইউজে বা ডিইউজে—সবই দলীয় বিভক্তিতে জর্জরিত। আমরা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করবো না, অথচ সাংবাদিকতার স্বাধীনতা চাইবো—এটা কি বাস্তবসম্মত?”

তিনি আরও বলেন, “সম্পাদক পরিষদের বিরুদ্ধে দলীয় ভিত্তিতে একটি বিকল্প কাঠামো দাঁড় করানো হয়েছে, যার উদ্দেশ্য রাজনৈতিক। এটা খুব স্পষ্টভাবে রাজনীতির অঙ্গ।”

আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)-এর প্রেসিডেন্ট ও জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, গণফোরাম সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, মাছরাঙ্গা টিভির প্রধান সম্পাদক রেজাওয়ানুল হক রাজা, সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী এবং ফ্রিল্যান্স সাংবাদিক কাজী জেসিন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ