জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার জন্য ধন্যবাদ জানালেন ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৮:১৯:২৯
জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার জন্য ধন্যবাদ জানালেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিজয় অর্জনে সহায়তা করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বুধবার (৬ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিজয় র‍্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এ ধন্যবাদ জানান।

তিনি বলেন, “এই ঐতিহাসিক বিজয়ের পেছনে দেশের সাধারণ মানুষ, রাজনৈতিক দল, ছাত্রসমাজ এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টা ছিল। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতাতেই আমরা জয় ছিনিয়ে আনতে পেরেছি।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, জনগণকে পথ দেখিয়েছেন। তাঁর নেতৃত্বেই আমরা মুক্তির পথ খুঁজে পেয়েছি। এজন্য আমি তার প্রতি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

তিনি বলেন, “আমরা নির্যাতিত হয়েছি, কারাগারে গিয়েছি, বারবার দমন-পীড়নের শিকার হয়েছি, কিন্তু কখনো মাথা নত করিনি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, পরে তারেক রহমানের নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে গেছি। এই বিজয় সেই সংগ্রামের ফল।”

এ সময় মির্জা ফখরুল চব্বিশের জুলাই আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ