যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৪ ১৬:০২:৩৯
যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম তারকা শাকিব খান ব্যক্তিজীবনে দুজন চিত্রনায়িকাকে বিয়ে করেছেন। তবে দুজনের সঙ্গেই বিচ্ছেদ হয়েছে। যদিও বিচ্ছেদের পরও দুজনের সঙ্গেই সময় কাটাতে দেখা যায় তাকে। সম্প্রতি তিনি চিত্রনায়িকা বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন চলছে। এমন পরিস্থিতিতে শাকিবের আরেক প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রতিক্রিয়া জানতে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের নতুন বই ‘অগ্নিকন্যা’ উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন অপু। সঙ্গে ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সিফাত নুসরাতকে ছোট বোনের মতো উল্লেখ করে অপু বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমি প্রায়ই ওকে ঘোড়া চালাতে দেখতাম। জিজ্ঞেস করতাম শেখার কারণ কী? ও বলতো, দিদি টুইস্ট আছে! সেই টুইস্টটাই আজ প্রকাশ হলো এই বইয়ের মাধ্যমে। আমি শুধু বলব, যার প্রতিভা থাকে, তার লং জার্নির দরকার হয় না।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু। যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানোর বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি কিছু না বললেও জানান, “কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে চিনতে নাও পারে—এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন, আপনি হয়তো আমাকে ভালোবাসেন কিন্তু সে মুহূর্তে সিফাতকে ভালোবাসেন না, আবার উল্টোটাও হতে পারে। এটাই বাস্তবতা।”

শাকিব খানের প্রসঙ্গ উঠলে অপু বলেন, “১৫ জুন আমি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকেন, আমি অনুরোধ করব সেটা একবার পড়ে নেওয়ার জন্য। তখনই আপনারা আমার অবস্থান বুঝতে পারবেন।”

নিজের ও অন্যদের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের একটি পেশাগত সম্পর্ক আছে। আমরা সবাই প্রফেশনাল আর্টিস্ট। তাই আমি সবাইকেই সম্মান করি।”

অভিনেত্রী হিসেবে নিজের অর্জনের পাশাপাশি মা হিসেবেও দায়িত্বের কথা তুলে ধরে অপু বলেন, “আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি। কিন্তু মা হিসেবে আমার সফলতা হবে যেদিন আমি আব্রামকে একজন ভালো মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করতে পারবো।”

শেষে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “দর্শক ও ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা ও দোয়া পেয়েছি। আমি চাই তারা যেন সব সময় আমার পাশে থাকেন ভালোবাসা ও দোয়া নিয়ে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ