রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১২:৩৯:৫৪
রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
ছবি: সংগৃহীত

আজ বুধবার, ৬ আগস্ট, রাজধানী ঢাকা রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে দিনব্যাপী ব্যস্ত থাকবে। সরকারি দফতর, রাজনৈতিক দল এবং নাগরিক সংগঠনগুলোর নানা আয়োজনে দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোর থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে একাধিক উল্লেখযোগ্য কর্মসূচি অনুষ্ঠিত হবে। নিচে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হলো।

অর্থ উপদেষ্টার দিনের কর্মতালিকা

দিনের শুরুতেই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অংশ নিচ্ছেন পরিবেশ সচেতনতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে। সকাল সাড়ে ৯টায়, তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এরপর বেলা ১১টায় অর্থ উপদেষ্টা অংশ নেবেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়, যা অনুষ্ঠিত হবে সচিবালয়ে।

পরবর্তী সময়ে বেলা সোয়া ১১টার দিকে তিনি যোগ দেবেন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়। সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে তাঁর আজকের এই তিনটি কর্মসূচিই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

বিএনপির বিজয় র‍্যালি ও দোয়া মাহফিল

প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ বিকেলে পালন করছে একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। বিকেল ৩টায়, রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি বের করা হবে। র‍্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

একইদিন, শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান-এর শাহাদতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী।

১২ দলীয় জোটের একীভূত কর্মসূচি

বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে অনুষ্ঠিত হবে ১২ দলীয় জোটের আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান। এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী শক্তির মধ্যে সমন্বয়ের বার্তা বহন করছে।

জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

রাত ৮টায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এ অনুষ্ঠানটি দলীয় নীতিমালা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা আলোচনার একটি গুরুত্বপূর্ণ পর্ব হতে চলেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ