প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রাম্য সালিসে ৫০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৫:১৬:১৭
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রাম্য সালিসে ৫০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার খুদেজঙ্গল গ্রামে ১৬ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৭ জুলাই) সকালে ওই কিশোরীর বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন একই এলাকার যুবক এমরান।

ঘটনার পর কিশোরীর পরিবার বিষয়টি স্থানীয় মাতবরদের জানালে সালিসের আয়োজন করা হয়। সেখানে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, সেই টাকা ভুক্তভোগী পরিবারকে দেওয়া হয়নি। পাশাপাশি ঘটনাটি আইনি পথে না গিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি উঠেছে।

ভুক্তভোগীর দাদী বলেন, ‘আমার নাতনি কথা বলতে পারে না। আমি সকালে রান্নাঘরে ছিলাম। এই ফাঁকে এমরান ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। আমি টের পেয়ে গেলে সে পালিয়ে যায়। পরে আমি ও আমার ছেলে বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানাই।’

এরপর অভিযুক্তের বাড়িতে বসে গ্রাম্য সালিস। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন, আব্দুল হাই, রফিক ফকির ও আক্তার বেপারী। সালিসে সিদ্ধান্ত হয়, অভিযুক্ত এমরান ভুক্তভোগী পরিবারকে ৫০ হাজার টাকা দেবেন ওষুধ ও অন্যান্য খরচ বাবদ। ভুক্তভোগীর বাবার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষরও নেওয়া হয় বলে জানা গেছে।

তবে ইউপি সদস্য সালাউদ্দিন দাবি করেন, তিনি শুধু বিষয়টি জানতে পেরে সালিসের আয়োজন করেছেন, টাকা আদান-প্রদানের বিষয়ে কিছু জানেন না। তার ভাষায়, ‘সকালে কয়েকজন মহিলা এসে বিষয়টি জানায়। পরে গ্রামের মুরব্বিদের সঙ্গে বসে সালিস করি।’

ঘটনার দুই ঘণ্টা পর দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। হাটুরিয়া পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হক বলেন, ‘ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে অভিযুক্ত এমরানের বাড়িতেও যাই, কিন্তু সে এরইমধ্যে পালিয়ে যায়।’

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, ‘ধর্ষণচেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী কিশোরীকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে মেডিকেল পরীক্ষার জন্য।’

এ ঘটনায় গ্রাম্য সালিসের মাধ্যমে আইনি প্রক্রিয়া এড়িয়ে ঘটনা মীমাংসার চেষ্টা এবং জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারকে না দেওয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ 'জামালপুর-১'-এ বাণিজ্যিকভাবে উৎপাদনযোগ্য গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড... বিস্তারিত