যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তির ব্যাখ্যা দিলেন অর্থ উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৭:১০:২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তির ব্যাখ্যা দিলেন অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপ ইস্যুতে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে তিনি জানান, এই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং চুক্তি হওয়ার আগ পর্যন্ত দর-কষাকষির সুযোগ রয়েছে।

বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘নন-ডিসক্লোজার’ বা গোপনীয়তা চুক্তি হয়েছে। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) আওতার কোনো বিষয় নয়। বরং এটি দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা ও কৌশলগত বোঝাপড়ার ভিত্তিতে করা হচ্ছে। চুক্তির বিস্তারিত প্রকাশযোগ্য নয়, কারণ এতে প্রতিযোগী দেশগুলোর অবস্থান বিবেচনায় রাখতে হয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতি আগের তুলনায় ভালো অবস্থানে এসেছে। তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। শুল্ক ইস্যুতে এখনো আলোচনার জায়গা আছে। যদি শুল্কের হার একটু কম হতো, তাহলে দেশের জন্য আরও সহায়ক হতো। তবে বর্তমান অবস্থানও তুলনামূলকভাবে সন্তোষজনক।”

নির্বাচন-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, “সরকার এখন নির্বাচনের পথে রয়েছে। তবে নির্বাচনী বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। ঠিক কত অর্থ লাগবে, তা নির্ধারণ হবে কমিশনের চাহিদার ভিত্তিতে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ