মিরপুরে আওয়ামীপন্থী ব্যক্তির পরিবারকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে মামলা

অপরাধ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ২১:৪৮:৫৪
মিরপুরে আওয়ামীপন্থী ব্যক্তির পরিবারকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে মামলা

রাজধানীর মিরপুরে এক ব্যক্তির বাসায় ঢুকে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ছাত্রদল ও যুবদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার (৭ জুলাই) রাতে মিরপুরের পশ্চিম মনিপুর এলাকায় ১০–১৫ জনের একটি দল সিরাজুল ইসলামের বাসায় প্রবেশ করে। ৫৬ বছর বয়সী সিরাজুল একসময় শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অভিযুক্তরা বাসায় ঢুকে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন। রাতভর ভীতি ও চাপের মুখে সিরাজুলের পরিবার পাঁচ লাখ টাকা দেয়।

তবে রাত তিনটার দিকে পুলিশের হস্তক্ষেপে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরপুর থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মিন্টু (৩৫), যুগ্ম আহ্বায়ক তাবিত আহমেদ আনোয়ার (৩৫), যুবদলকর্মী রতন মিয়া (৩৪) এবং ছাত্রদলকর্মী ইসমাইল হোসেন (২৪)। তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ‘রাতে একজন নাগরিক আমার সরকারি নম্বরে ফোন করে জানান যে, পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং র‍্যাবও সহযোগিতা করে।’

ভুক্তভোগী সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম সোমবার সকালে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাত আরও আট থেকে দশজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা শুরুতে ভয়ভীতি প্রদর্শন করে ২০ হাজার টাকা নেন। পরে আরও চাপ প্রয়োগে সিরাজুল বিভিন্নজনের কাছ থেকে ধার করে ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও প্রায় পাঁচ লাখ টাকা দেন।

ঘটনার সময় আসামিরা বাসার দরজা বন্ধ করে দীর্ঘ সময় জিম্মি করে রাখেন সিরাজুল দম্পতিকে। পুলিশ ও র‍্যাব রাত তিনটার দিকে সেখানে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন। তবে চারজনকে ধাওয়া করে আটক করা হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ