খুলনায় এসওএস হোমে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যুকে ঘিরে রহস্য

খুলনা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৯:৫৯:৫৮
খুলনায় এসওএস হোমে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যুকে ঘিরে রহস্য
স্কুলছাত্রী ইসরাত জাহান ইশা। ছবি : কালবেলা

শিশু পল্লীতে ১৪ বছর থাকার পর এসওএস শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা

খুলনার এসওএস শিশু পল্লীর নবম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ইশা (১৬) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে হোমের ভেতরেই সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গেছে। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইশা খুলনার সোনাডাঙ্গা মডেল থানার আল-আমিন মহল্লার বাসিন্দা খালেক শেখের মেয়ে। শিশুকালেই মা হারানো ইশা গত ১৪ বছর ধরে এসওএস শিশু পল্লীতে বসবাস করছিল।

ওই ছাত্রীর নানা জুয়েল শেখ জানান, "ইশার বয়স যখন মাত্র ১৬ মাস, তখন তার মা মারা যায়। এরপর থেকেই তাকে এসওএস হোমে রেখে পড়াশোনা করানো হচ্ছিল। সে অনেকদিন ধরেই সেখানে ছিল এবং কেউ তার নামে কোনো অভিযোগ কখনও করেনি।"

তিনি বলেন, "মঙ্গলবার রাতে ইশা গলায় ফাঁস দিলে হোমের কয়েকজন কর্মকর্তা বিষয়টি দেখে তাকে হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিষয়টি বুধবার (৬ আগস্ট) দুপুরে জানাজানি হয়।"

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "হোম কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে নিজেরাই তাকে হাসপাতালে নিয়ে যান এবং আমাদেরও পরে খবর দেন। সাংবাদিকরা হাসপাতালে উপস্থিত থাকলেও তারা কিছু বলতে রাজি হননি। এমনকি, ইশা যে রশি বা ওড়নায় ফাঁস দিয়েছিল সেটিও দেখাতে পারেননি। এই মৃত্যু সন্দেহজনক বলে আমি মনে করি।"

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ রাতে সেখানে যায়। এখন ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। রিপোর্ট হাতে এলে বোঝা যাবে এটি আত্মহত্যা না কি অন্য কিছু।"

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে ইশার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ