জুলাই কারাবন্দিদের তালিকা প্রস্তুত হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই: আইন উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ২১:২৪:২৯
জুলাই কারাবন্দিদের তালিকা প্রস্তুত হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই: আইন উপদেষ্টা

আন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই জুলাই মাসে আটক হওয়া ব্যক্তিদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং কারাবিধি সংস্কার প্রক্রিয়া শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (৬ আগস্ট) বাংলা একাডেমিতে ‘জুলাই কারাবন্দীদের স্মরণ’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। আয়োজক ছিল আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়।

আসিফ নজরুল বলেন, "এই অন্তর্বর্তী সময়ের মধ্যেই আমাদের দুটো বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে—একটি হলো জুলাই মাসে আটক হওয়া বন্দিদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন, অন্যটি হলো কারাবিধি সংস্কারের প্রক্রিয়া শুরু করা। যদিও সংস্কার বাস্তবায়নের সময় নাও থাকতে পারে, তবুও প্রক্রিয়াটি শুরু করা হবে।"

তিনি আরও বলেন, “এই অনুষ্ঠান আয়োজনের পরামর্শ আমাকে দিয়েছিল আখতার। আমি প্রথমে ভেবেছিলাম, কিছুদিন পর করা যাক। কিন্তু এখন বুঝতে পারছি, কেন সে তাড়াহুড়া করেছিল। এখানে এসে আমি বন্দিদের যন্ত্রণার কথা শুনেছি, যা না এলে হয়তো জানাই হতো না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জাতীয় সমন্বয় প্ল্যাটফর্ম (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন, গণ-অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, জুলাই মাসে গ্রেফতার হওয়া রাজনৈতিক কর্মী ও নাগরিকদের মুক্তি এবং বন্দিত্বের প্রকৃত চিত্র তুলে ধরার প্রয়োজন রয়েছে। তারা এ বিষয়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ