পাবনার আমিনপুরে কবরস্থানে চাঞ্চল্য: রাতের আঁধারে উধাও ২১টি কঙ্কাল, আতঙ্কে এলাকাবাসী

এম এস রহমান
স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে ঘটেছে এক অভূতপূর্ব ও রীতিমতো ভয়াবহ কাণ্ড। স্থানীয় বিরাহিমপুর কবরস্থান থেকে রাতের আঁধারে চুরি হয়ে গেছে অন্তত ২১টি কবরের কঙ্কাল ও মাথার খুলি। শুক্রবার (৪ জুলাই) ভোররাতে সংঘটিত এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
সকালবেলা ফজরের নামাজ শেষে স্বজনদের কবর জিয়ারত করতে গিয়ে প্রথমে বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা। তারা দেখতে পান—কবরগুলোর উপরের মাটি খোঁড়া, বাঁশের চরাট সরে আছে, এবং ভেতরে কোনো কঙ্কাল নেই। পরে চারদিক ছড়িয়ে পড়ে খবর, যা আতঙ্কে ফেলে পুরো জনপদকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
স্থানীয়দের ধারণা: সংঘবদ্ধ চক্রের কাজ
বিরাহিমপুর এলাকার বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম জানান, “আমাদের আত্মীয়স্বজন এই কবরস্থানেই শায়িত। আমরা প্রতি শুক্রবার সকালে জিয়ারতে আসি। আজ এসে দেখি কিছু কবর খোঁড়া, বাঁশের বেড়া সরানো, আর ভেতরে কিছুই নেই। বেশিরভাগ কবর থেকে মাথার খুলি পর্যন্ত গায়েব। আমাদের দৃঢ় ধারণা, এটি কোনো সংঘবদ্ধ চক্রের কাজ যারা মাথার খুলি ও কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।”
পুলিশ বলছে, গুরুত্বসহকারে তদন্ত চলছে
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা কবরস্থানটি পরিদর্শন করেছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং চক্রটিকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” তিনি আরও জানান, এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।
পূর্বেও ঘটেছে এমন চুরি
উল্লেখযোগ্যভাবে, এই ঘটনা কোনো একক বিচ্ছিন্ন চুরি নয়। এর আগে সুজানগরের খাস আমিনপুর ও সাঁথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকেও এ রকম কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। ফলে ধারণা করা হচ্ছে, এই এলাকায় একটি সক্রিয় মানবদেহের অস্থিচালান সিন্ডিকেট কাজ করছে।
বিশেষজ্ঞ মত: কী উদ্দেশ্যে কঙ্কাল চুরি?
এই ধরনের কঙ্কাল চুরির পেছনে উদ্দেশ্য হতে পারে নানা রকম—জাদুবিদ্যা, চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত অবৈধ ব্যবসা, কিংবা বিদেশে মানবদেহের হাড়ের কালোবাজার। বিশেষ করে মাথার খুলি ও পুর্ণাঙ্গ কঙ্কালের আন্তর্জাতিক বাজারে রয়েছে উচ্চমূল্য, যা একাধিক অপরাধচক্রকে এই কাজে যুক্ত করে তুলতে পারে।
জনমনে শঙ্কা ও দাবি
এই ভয়াবহ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দুটোই বাড়ছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা চায়, কবরস্থানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক এবং প্রতি রাতে পাহারার ব্যবস্থা চালু করা হোক।
এমন ঘটনা দেশের ধর্মীয়, সামাজিক ও মানবিক মূল্যবোধের ওপর বড় আঘাত বলেই মনে করছেন স্থানীয় সমাজ বিশ্লেষকেরা। সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের মাধ্যমে এই পৈশাচিক কর্মকাণ্ডের অবসান চান সকলে।
‘সন্ত্রাস ও চাঁদাবাজির জন্য অস্ত্র তৈরি’: পাবনার চাতরা বিলে কারখানার সন্ধান
পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চাতরা বিলে অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার রাতে সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, ‘ময়েজ বাহিনী’ নামের একটি সন্ত্রাসী দল বিলে এই কারখানা তৈরি করেছিল। তারা বিলের আশপাশের এলাকায় অস্ত্রের মহড়া ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। আটক ব্যক্তিরা হলো—পাবনা সদর উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনিরুল ইসলাম ও মালিগাছা খুদাইপুর গ্রামের রেজাউল।
আতাইকুলা থানার পুলিশ সূত্র জানায়, এই সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। তারা বিলের মধ্যে একটি শ্যালো ইঞ্জিনচালিত মেশিনঘরে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিল। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার, তিনটি গুলি, অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গোলাবারুদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।
আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল্লাহ জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। অস্ত্র তৈরির কারখানাটি ধ্বংস করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
/আশিক
পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: অডিওতে ফাঁস বিএনপি নেতার কাণ্ড
জামালপুরের মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের চাঁদাবাজির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই অডিওতে তিনি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।
সোমবার (১৮ আগস্ট) রাতে বিভিন্ন ফেসবুক পেইজ ও প্রোফাইল থেকে ছড়িয়ে পড়া এই অডিওটি এখন দেশজুড়ে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। এই ঘটনায় দলীয় নেতাকর্মী ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ৬ মিনিট ১০ সেকেন্ডের অডিওটিতে সোহেলকে বলতে শোনা যায়, তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা পেয়েছেন এবং প্রতি মাসে ১ লাখ করে টাকা নেন। অডিওতে এক ব্যক্তি যখন তাকে বলেন যে তিনি ডিআইজির নাম পচিয়ে ফেলেছেন, উত্তরে সোহেল বলেন, ‘ডিআইজির নাম কইয়াইতো খাই আমি।’
তিনি আরও বলেন, ‘আমি পৌর বিএনপির সেক্রেটারি আর ডিআইজির বোন জামাই, আমি খাব না তাইলে কেরা খাব।’ এক পর্যায়ে তিনি বলেন, ‘আমার অতহানি ক্ষমতা আছে তো তাই আমি খাই। তোমার নাই তুমি খাবার পাওনা।’
অডিওতে আরও শোনা যায়, সোহেল বলছেন, ‘আমি হালাল করেই খাই। যে মনে করেন, আমায় ৬ লাখ টাকা দিছে সে প্রতিমাসে আমায় ১ লাখ করে টাকা দেয় নইলে গাড়ী বন্ধ। ময়মনসিংহ এর সব বালু আমার এখান থাইকা নিয়ে যায়।’
এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সোহেল গত আগস্ট মাস থেকে চাঁদাবাজির টাকায় অল্প দিনেই জামালপুরে প্লট, ঢাকায় ফ্ল্যাট এবং ব্যাংকে কয়েক কোটি টাকা এফডিআর করে রেখেছেন। তার বিরুদ্ধে জুয়া ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
মাদারগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির একাধিক নেতা তাকে দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, তার মতো চাঁদাবাজ নেতা কমিটিতে থাকলে দল জনবিচ্ছিন্ন হয়ে যাবে।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল তালুকদার সাংবাদিকদের জানান, তার দলের একজন (সভাপতি আ. গফুর) এসব অপপ্রচার চালাচ্ছে।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান জানান, তিনি এখনো তেমন কিছু দেখেননি বা শোনেননি এবং এ বিষয়ে আগেই মন্তব্য করা উচিত হবে না।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেছেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে যিনিই হোন না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
/আশিক
বিজিবির অভিযানে জব্দ ২ লাখ ঘনফুট কালোপাথর, পাচারের চেষ্টা ব্যর্থ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট কালোপাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাদাপাথর লুটের ঘটনার পর এবার কালোপাথর উদ্ধারের ঘটনা ঘটল।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার উৎমাছড়া সংলগ্ন চরার বাজার আদর্শগ্রামে অভিযান চালিয়ে এসব কালো রঙের পাথর জব্দ করা হয়। ৪৮ বিজিবি সিলেটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, উৎমাছড়া নদী থেকে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে পাথর মজুত করে আসছিলেন। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে এসব পাথর পাচার করতে ব্যর্থ হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধার করা পাথরের সঠিক পরিমাপ ও আইনি ব্যবস্থা চলমান রয়েছে। জব্দকৃত এসব পাথর উৎমাছড়ায় পুনঃস্থাপন করা হবে।
এর আগে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার পাড়ুয়া-ভাংতি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছিল পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হলেও এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
/আশিক
ওরা আমাদের সন্তানের বয়সী,বড় হলে লজ্জিত হবে: কটূক্তির জবাবে সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কটূক্তি প্রসঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তারা আমাদের সন্তানের বয়সী। ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে।’
মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে এবং সেনাবাহিনীও নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীকে সরকার সহযোগিতা করবে।
সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন এবং দায়িত্ব পালনে সেই পেশাদারত্ব দেখাতে হবে। তিনি আরও বলেন, প্রতিশোধমূলক কাজে নিজেদের জড়ানো যাবে না। একজন সেনাসদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে অনুসন্ধান করা হচ্ছে বলেও তিনি জানান। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে এবং সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না।
আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্তাধীন জানিয়ে সেনাপ্রধান বলেন, সেই অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে। তবে সেটা সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ট্রায়াল’-এর মাধ্যমে নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ছড়ানো এসব বার্তা দেখে বিভ্রান্ত হবেন না। সব সময় সতর্ক থাকবেন, যাতে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে। তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘দেশের মানুষ এখন তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।’
/আশিক
জুলাইয়ের হত্যা মামলায় আসামির জামিন,আইন মন্ত্রণালয়ের দায় নেই: আসিফ নজরুল
জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর এক সদস্যকে জামিন দিয়েছেন। এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত এবং এটি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। হাইকোর্টের সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয় উল্লেখ করে তিনি জানান, অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে ওই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আগামীকালের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে এবং জামিন বাতিল হলে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করবে।
এদিকে, জুলাই হত্যা মামলার আসামির জামিন হওয়ায় আজ সচিবালয় ও প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্য এবং আহতদের স্বজনরা। সেখানে তারা আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন।
/আশিক
গুলিবর্ষণের নির্দেশদাতা: সাভারের সাবেক ইউএনও এখন রাজাপুরের ইউএনও
জুলাই গণঅভ্যুত্থান দমনে ঢাকার সাভারে প্রশাসনের যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ঠুর ভূমিকা পালনের অভিযোগ রয়েছে, তাদের মধ্যে অন্যতম সাভারের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। তিনি বর্তমানে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।
বিসিএস ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজাপুরে যোগদান করেন। সাভারের সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই বিপ্লব দমনে পুলিশের আগ্রাসী ভূমিকায় নেতৃত্ব দিয়েছিলেন এই রাহুল চন্দ। এ সময় তিনি পুলিশের সঙ্গে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে আন্দোলন দমনে সক্রিয়ভাবে অংশ নেন বলেও অভিযোগ রয়েছে।
গত বছর ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রাহুলের নির্দেশে পুলিশ গুলি চালায়। সেই গুলিতেই সাভার ডেইরি ফার্ম স্কুলের দশম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়াম নিহত হয়। সিয়াম হত্যা মামলায় গত ৬ জুন তার বাবা বুলবুল কবির বাদী হয়ে ৩২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নম্বর, স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খানকে ২ নম্বর, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ৩ নম্বর, আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ৪ নম্বর এবং রাহুল চন্দকে ৫ নম্বর আসামি করা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ৫ আগস্ট ঢাকামুখী লংমার্চে সিয়ামসহ শিক্ষার্থীরা অংশ নেয়। দুপুর ২টা থেকে ৩টার মধ্যে সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করলে সিয়াম গুলিবিদ্ধ হয়। তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৭ আগস্ট তার মৃত্যু হয়।
বুলবুল কবির মোবাইল ফোনে জানান, তিনি শোকাহত থাকায় মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে তার দুঃখ, মামলার অন্যতম আসামি, গুলির নির্দেশদাতা তৎকালীন ইউএনও রাহুল চন্দকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তিনি ঝালকাঠিতে বহাল তবিয়তে চাকরি করছেন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সিয়ামের বাবা আরও অভিযোগ করেন, ঘটনার দিন তারা আড়াই ঘণ্টা ধরে পুলিশের সহযোগিতা চেয়েও পাননি। তিনি এসআই নাহিদকে একাধিকবার ফোন দিলেও তিনি কালক্ষেপণ করেন।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া মামলার বিষয়টি তদন্তাধীন বলে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ বিষয়টিকে ‘সম্পূর্ণ ব্যক্তিগত’ বলে মন্তব্য করতে অস্বীকার করেন। অন্যদিকে, ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, এটি সরকারের বিষয় এবং এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
/আশিক
স্বামী-স্ত্রীর প্রকাশ্য মারামারির ভাইরাল ভিডিও নিয়ে জানা গেল চাঞ্চল্যকর ঘটনা
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। প্রকাশ্য হাসপাতাল প্রাঙ্গণে এক নারী তার স্বামীকে মারধর ও গালিগালাজ করেন, যা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটে গত রোববার (১৭ আগস্ট) দুপুরে।
ভাইরাল হওয়া ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিথি আক্তার ওরফে মিষ্টি নামের এক তরুণী সাদা শার্ট পরা ফারুক হোসেনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিতে চেষ্টা করছেন। ফোনটি হাতে পাওয়ার পর তিনি উত্তেজিত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং ফারুককে কিল-ঘুষি মারেন। এক পর্যায়ে তিনি স্বামীর মাথার চুল টেনে ধরে লাথিও দেন। ভিডিওতে তাকে একাধিকবার বলতে শোনা যায়—“এক তালাক, দুই তালাক, তিন তালাক।”
মারধরের শিকার ফারুক হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী। অন্যদিকে বিথি আক্তার বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি করছেন। তার বাড়ি কালুখালী উপজেলার কাটাবাড়িয়া গ্রামে। স্থানীয় সাংবাদিকদের কাছে ফারুক দাবি করেন, কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্ররোচনায় পড়ে বিথি তার বিরুদ্ধে আদালতে মামলা করেন।
জামিন পাওয়ার পরও তিনি আরও চারটি মামলা দায়ের করেন। বিথি শর্ত দেন বিয়ে করলে মামলা তুলে নেবেন, কিন্তু বিয়ের পরও মামলা প্রত্যাহার না করে নানা উপায়ে হয়রানি শুরু করেন। অন্যদিকে বিথি বলেন, ফারুক দীর্ঘদিন তার সঙ্গে যোগাযোগ রাখেননি, বরং ব্যক্তিগত ছবি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করছেন।
ঘটনার সময় হাসপাতালের চিকিৎসক এনামুল হক রোগী দেখছিলেন। তিনি জানান, দুপুর সোয়া একটার দিকে হৈচৈ শুনে বাইরে গিয়ে দেখেন, স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক চলছে এবং এক পর্যায়ে নারীটি স্বামীকে একাধিকবার আঘাত করেন। তিনি উভয়কে হাসপাতালে বিশৃঙ্খলা না করে বাড়িতে গিয়ে সমস্যা সমাধানের পরামর্শ দেন।
ভিডিও ছড়িয়ে পড়ায় হাসপাতাল কর্তৃপক্ষও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্তমানে প্রশিক্ষণে বাইরে থাকায় আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি ফিরে এলে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে বলে জানানো হয়েছে।
-রফিক
স্বামীর পরকীয়ার প্রতিবাদে স্ত্রীর কান ছিঁড়ে দিল স্বামী
সম্পর্কের ভিত গড়ে ওঠে বিশ্বাস ও ভালোবাসার বন্ধনে। কিন্তু যখন সেই বন্ধনে ফাটল ধরে, তখন তা কখনও কখনও ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে এমনই এক নির্মম ঘটনার জন্ম দিয়েছে দাম্পত্য জীবনে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব। স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রোববার (১৭ আগস্ট) রাতে স্বামী টিঙ্কু দেবনাথ তার স্ত্রী ছবি দেবনাথের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তার কান টেনে ছিঁড়ে ফেলেন।
পুলিশ সূত্র জানায়, সোমবার আহত অবস্থায় ছবি দেবনাথ থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেন, তার স্বামী প্রতিবেশী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় স্বামী ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে মারধর করেন এবং পরে কান টেনে ছিঁড়ে দেন। ঘটনার পর ছবির চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সোমবার কানে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ছবি থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে আইনগত শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্র জানায়, টিঙ্কু দেবনাথ পেশায় পরিযায়ী শ্রমিক। সম্প্রতি তিনি বাড়ি ফেরার পর থেকেই তাদের সংসারে বিবাদ-বিসংবাদ শুরু হয়। ছবির অভিযোগ, পরকীয়ার কারণে তাদের সম্পর্কের টানাপোড়েন চরম আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত তা সহিংসতায় গড়ায়।
এ ঘটনায় শান্তিপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। তবে স্বামী টিঙ্কু দেবনাথ এখনো কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেননি।বর্তমানে ভুক্তভোগী ছবি দেবনাথ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ঘটনার পর গ্রামজুড়ে নিন্দার ঝড় বইছে।
-রাফসান
দফায় দফায় লুট, জনরোষের মুখে বদলি হলেন সিলেট ডিসি-ইউএনও
কোটি কোটি টাকার পাথর লুটের পর সিলেটের দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র সাদাপাথর এখন প্রায় কংকালসারে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার দায়িত্বে নিয়োজিতরা বহাল তবিয়তে থাকলেও সেখানে শুধু নেই পাথর। এমন ঘটনার পর স্থানীয় ও জাতীয় পর্যায়ে তীব্র জনরোষের সৃষ্টি হয়েছে।
এই ঘটনা স্থানীয় ইস্যুকে ছাড়িয়ে সবার মুখে মুখে আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও হাইকোর্টের নির্দেশনা এবং জনরোষের পরিপ্রেক্ষিতে লুট হওয়া কিছু পাথর কুড়িয়ে এনে প্রতিস্থাপনের চেষ্টা চলছে। তবে সর্বস্তরের সিলেটবাসী এবং প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন—এত বড় রাষ্ট্রীয় সম্পদ জঘন্যভাবে খেয়ানতের দায় কার?
আইনবিদরা একবাক্যে বলছেন, এ সংক্রান্ত দায়ের করা মামলাতেই মূল অপরাধীদের আড়াল করা হয়েছে। সাদাপাথরের ঘটনাকে ঘিরে যখন তুমুল সমালোচনা, তখন সমালোচনার শীর্ষে থাকা দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা হলেন- সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ এবং কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়েছে।
আইনবিদদের মতে, রাষ্ট্রীয় সম্পদ মানেই জনগণের সম্পদ। এই সম্পদের সুরক্ষার জন্য ধাপে ধাপে বিভিন্ন দপ্তরে দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন। শত শত নৌকা ও ট্রাক ব্যবহার করে কয়েকশ কোটি টাকার পাথর লুট করা হলেও দায়িত্বশীলরা কী করছিলেন, সেই প্রশ্ন উঠেছে।
পাথর লুটের ঘটনায় দায়ের করা মামলা নিয়েও হতাশা প্রকাশ করেছেন আইনজ্ঞরা। তারা দাবি করছেন, এই মামলাতেও মূল অপরাধীদের কৌশলে আড়াল করা হয়েছে। আইনবিদ এমাদ উল্লাহ শহীদুল ইসলাম বলেন, এত বড় বিপর্যয়ের দায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।
অপর আইনজ্ঞ শহিদুজ্জামান বলেন, দুই হাজার জনকে আসামি করে মামলা হলে কী হবে, যখন আইনের দৃষ্টিতে মূল অভিযুক্তদের কৌশলে রেহাই দেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলের গ্রামপুলিশ থেকে শুরু করে সংশ্লিষ্ট জেলা পুলিশ, ইউনিয়ন তহশিল অফিস থেকে এসিল্যান্ড এবং ইউএনও থেকে জেলা প্রশাসন পর্যন্ত সবাই এই লুটের দায় এড়াতে পারেন না।
গত ১৫ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীব এই ঘটনায় অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার বলেন, এই মামলার অভিযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম দেখানো হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ লুটের এই ঘটনায় প্রকৃত অভিযুক্ত দপ্তর ও প্রতিষ্ঠানকে আড়াল করার চেষ্টা করা হয়েছে।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সিলেট জেলা সদস্য সচিব আব্দুল করিম চৌধুরী বলেন, মেঘালয়ের খাসি হিল থেকে নেমে আসা ধলাই নদীর উত্তাল ঢল সামলাত নদীর দুই তীরের পাথরের প্রাকৃতিক গাইড ওয়াল, যা এখন চোর ও লুটেরারা নিয়ে গেছে। এর দায় সংশ্লিষ্টরা কেন নেবেন না?
পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, সাদাপাথর লুটের ঘটনায় শুধু পাথরের ক্ষতি নয়, এর ফলে পরিবেশ, ভূ-প্রকৃতি এবং সিলেটের পর্যটনেরও বিরাট ক্ষতি হয়েছে।
এদিকে, সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ও ইউএনও আজিজুন্নাহারের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠার পর তাদের দু'জনকেই বদলি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, ইউএনও আজিজুন্নাহার একজন পাথর লুটেরার সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন এবং মাসোহারা নিতেন। এর আগে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও সাদাপাথর লুটে স্থানীয় প্রশাসনের যোগসাজশের অভিযোগ করেছিলেন।
সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারওয়ার আলম। নতুন কোম্পানীগঞ্জ ইউএনও হিসেবে এসেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম।
/আশিক
পাঠকের মতামত:
- ইসরায়েলের হামলার কঠোর জবাব:গাজা সীমান্তে মিসরের নজিরবিহীন সেনা মোতায়েন
- বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত করল মালয়েশিয়া
- ২০২৬ সালের রমজান: তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা
- জামায়াতের সংস্কার চাওয়া হাস্যকর: বললেন হাবিব উন নবী খান সোহেল
- আগামী কয়েকদিনের মধ্যে অদ্ভুত এক ঘটনা ঘটতে যাচ্ছে: মেজর (অব.) হাফিজ
- ‘সন্ত্রাস ও চাঁদাবাজির জন্য অস্ত্র তৈরি’: পাবনার চাতরা বিলে কারখানার সন্ধান
- জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন: তারেক রহমান
- ভারত মহাসাগরে চীনের নতুন চাল: পাকিস্তানকে উন্নত সাবমেরিন সরবরাহ
- ব্যাটারির আয়ু বাঁচাতে এই বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: অডিওতে ফাঁস বিএনপি নেতার কাণ্ড
- প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের নাদিন আইয়ুব
- বিজিবির অভিযানে জব্দ ২ লাখ ঘনফুট কালোপাথর, পাচারের চেষ্টা ব্যর্থ
- মাইলস্টোনের নিহত শিক্ষকরা চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা
- ওরা আমাদের সন্তানের বয়সী,বড় হলে লজ্জিত হবে: কটূক্তির জবাবে সেনাপ্রধান
- বিসিবির দুর্নীতি দমনে নতুন পরামর্শক অ্যালেক্স মার্শাল, দায়িত্ব নিয়েই হুঙ্কার
- পারমাণবিক কর্মসূচি বাড়াবে উত্তর কোরিয়া, হুমকি কিমের
- পিআর পদ্ধতি নয়, চাই দ্রুত নির্বাচন’: মির্জা ফখরুল
- জাল টাকার শিকার রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাসের ভালোবাসার পরশ
- জুলাইয়ের হত্যা মামলায় আসামির জামিন,আইন মন্ত্রণালয়ের দায় নেই: আসিফ নজরুল
- গুলিবর্ষণের নির্দেশদাতা: সাভারের সাবেক ইউএনও এখন রাজাপুরের ইউএনও
- কানাডার মন্ট্রিয়েলে ফোবানা সম্মেলনে মঞ্চ মাতাবেন জায়েদ খান
- ড. ইউনূসের সরকারের কাছে এটা আশা করি না: মব জাস্টিস নিয়ে রিজভীর ক্ষোভ
- ট্রাম্পের কারণে প্রতিজ্ঞা ভাঙলেন জেলেনস্কি, সামরিক পোশাক ছেড়ে পরলেন স্যুট
- দুদকের জালে এনবিআরের ১৭ কর্মকর্তা: চাওয়া হলো সম্পদ বিবরণী
- প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট: শিবিরের প্যানেলের ক্ষোভ
- এনসিপি’র শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, জিএস প্রার্থী মাহিন সরকারের বহিষ্কার
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ১৯ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- ১৯ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল
- পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন প্রদানের রেকর্ড ডেট ঘোষণা
- ডিএসই ঘোষণা: ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে লেনদেন বিরতি
- স্বামী-স্ত্রীর প্রকাশ্য মারামারির ভাইরাল ভিডিও নিয়ে জানা গেল চাঞ্চল্যকর ঘটনা
- লিভার ডিটক্স পণ্য আসলেই কতটা কার্যকর? চিকিৎসক ও বিশেষজ্ঞদের সতর্কবার্তা
- এক ফ্যান-দুটি বাতির ব্যবহার, বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার টাকা!
- স্বামীর পরকীয়ার প্রতিবাদে স্ত্রীর কান ছিঁড়ে দিল স্বামী
- শূন্যপদ আর অনিয়মে জর্জরিত শিক্ষা খাত, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী
- এনা পরিবহন কেলেঙ্কারি ও ভিডিও কাণ্ডে বিতর্কে বিএফআইইউ প্রধান
- শেকলবন্দি বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
- তারেক রহমান–বাবর খালাস রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
- দফায় দফায় লুট, জনরোষের মুখে বদলি হলেন সিলেট ডিসি-ইউএনও
- মুরাদনগরের ট্রিপল মার্ডারে নতুন মোড়: কাঠগড়ায় আসিফ মাহমুদের বাবা
- ‘ধর্ম নয়, যোগ্যতায় মানুষ মূল্যায়িত হবে’: জন্মাষ্টমীর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা
- ১১ বগি রেখেই আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করল মহানগর এক্সপ্রেস
- পাঠ্যবইয়ের বদলে রাজনৈতিক বই: ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুড়িয়ে দিলেন ৩০০ গ্রন্থ
- মব উসকে দিয়ে অধিকার হরণের চেষ্টা: ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ
- ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনার বিয়ে হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল!
- ভাগ্য খুললো জেলের: ১.৮৮ কেজি ওজনের ইলিশ বিক্রি হলো রেকর্ড দামে
- বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন কৌশল: বাণিজ্য মেলার নাম পরিবর্তন
- নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত: শীঘ্রই আসছে ইসির পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা
- শেখ মুজিব: দেবতা, ভিলেন নাকি রাজনৈতিক ট্রাজেডির নায়ক?
- ১৪ আগস্ট ব্লক মার্কেটে বড় চুক্তি
- ৮১ বছরে বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর ও রাজনৈতিক উত্তরাধিকার
- দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড
- চূড়ান্ত বিপ্লবের পথে: চিন্তার পুনর্গঠন ও আত্মার জাগরণ
- ১৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার
- ১৪ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
- আজকের শেয়ারদামে এগিয়ে ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- আন্দোলনের ভাষণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, তারপর যা ঘটল…
- জানে আলম অপুর ভাইরাল ভিডিও নিয়ে রহস্য, কেন ইশরাকের বিরুদ্ধে অভিযোগ?
- শিক্ষকদের আলটিমেটাম: জাতীয়করণের দাবিতে আন্দোলনে নতুন মোড়
- আজানের পর দরুদ ও বিশেষ দোয়া: হাদিসে ক্ষমা ও সুপারিশের সুসংবাদ
- "যারা এখনও হলে সিট পাননি, তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন"