‘মানুষ আপনাকে মনে রাখবে’—বিদায়বেলায় ইউনূসকে গান উপহার ডাচ দূতের

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ২১:৩১:২৭
‘মানুষ আপনাকে মনে রাখবে’—বিদায়বেলায় ইউনূসকে গান উপহার ডাচ দূতের
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্সটেন্স বিদায়ী সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এক ব্যতিক্রমী উপহার দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার আয়োজিত এই সাক্ষাৎকালে তিনি উপহার দেন নিজের লেখা ও গাওয়া একটি গান, যা বাংলাদেশের সাম্প্রতিক 'জুলাই গণঅভ্যুত্থান'কে কেন্দ্র করে রচিত।

এই সাক্ষাৎকালে আন্দ্রে কার্সটেন্স অধ্যাপক ইউনূসের গত এক বছরের নেতৃত্বের প্রশংসা করে বলেন, অন্তর্বর্তী সময়ের চ্যালেঞ্জগুলো তিনি দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন। তিনি বলেন, “মানুষ আপনাকে মনে রাখবে,”—এমন শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টাকে।

বিশেষভাবে জুলাই ঘোষণাপত্রের প্রসঙ্গ টেনে কার্সটেন্স বলেন, এই দলিলটি বাংলাদেশের ইতিহাস ও ‘জুলাই গণজাগরণ’-এর আকাঙ্ক্ষার মধ্যে একটি সেতু তৈরি করেছে। নির্বাচনী ঘোষণাকে সময়োপযোগী এবং সঠিক পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করেন তিনি। তার মতে, এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি অগ্রগতি।

সাক্ষাতে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। দু’জনেই আসন্ন আন্তর্জাতিক সম্মেলন নিয়ে কথা বলেন, যা আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনের লক্ষ্য থাকবে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা সমন্বিত করা।

গানের প্রসঙ্গে এসে জানা যায়, গানটির সুর নেওয়া হয়েছে জর্জ হ্যারিসনের বিখ্যাত ‘বাংলাদেশ’ গান থেকে। গানের কথায় বাংলাদেশের ‘জেনারেশন জেড’ বা তরুণ প্রজন্মের সাহসী ভূমিকার প্রশংসা করা হয়েছে। আন্দ্রে কার্সটেন্স নিজেই গানটি লিখেছেন, গেয়েছেন এবং ভিডিওসহ রেকর্ড করে প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

গানের কিছু পঙক্তি ছিল এমন—

“বাংলাদেশ, বাংলাদেশ

বন্ধুসুলভ মানুষদের দেশ, তারা ভালো করছে

বিপ্লবের মাধ্যমে খুলেছে পথ

তাদের অধিকারের কথা বলার জন্য...”

এটা কেবল কল্পনা নয়, একটি পবিত্র গাঁথা

বাংলাদেশের মানুষের জন্য চূড়ান্ত আকাঙ্ক্ষা।’

‘বাংলাদেশ, বাংলাদেশ

বঙ্গোপসাগরের তীরে এক নব-জীবনের উত্থান

বিপ্লবের মাধ্যমে খুলেছে পথ

বহু বছর বিভ্রান্তির পর

জেন-জি দেখিয়েছে পথ

দুঃস্বপ্নকে দিনে পরিণত করেছে।’

এই সময়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ