"খালেদা-তারেকের ত্যাগে আজকের বিজয়"

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৯:০৫:৩৪
"খালেদা-তারেকের ত্যাগে আজকের বিজয়"
ছবি: সংগৃহীত

বরিশালে বুধবার অনুষ্ঠিত এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান চলমান রাজনৈতিক আন্দোলনকে ‘বিজয়ের পথে যাত্রা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, আর দেশনেত্রী খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের মাধ্যমেই আজকের এই ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে।”

সমাবেশটি ছিল বরিশাল মহানগর ও জেলা (উত্তর) বিএনপির যৌথ আয়োজনে, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে। সমাবেশ শেষে নগরীর সদর রোড থেকে বিজয় র‌্যালি বের করে নেতা-কর্মীরা।

সেলিমা রহমান বলেন, “আজ আমাদের বিজয়ের দিন। কারণ, দেশের প্রধান উপদেষ্টা জাতির সামনে ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যে লক্ষ্যে এতদিন আন্দোলন করেছি, সেই লক্ষ্য এখন দৃশ্যমান। এটি গণতন্ত্রপন্থীদের বিজয়, জনগণের বিজয়।”

তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচন না হলে দেশে জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব নয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের অধিকার নিশ্চিত হতে পারে। সেই লক্ষ্যেই আমরা আন্দোলন করে যাচ্ছি।”

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান এবং আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।

প্রধান বক্তা আকন কুদ্দুসুর রহমান তার বক্তব্যে বলেন, “বিএনপির নেতৃত্বে দেশের মানুষ আজ সংগঠিত। আন্দোলনের মাধ্যমে একটি নির্বাচন নিশ্চিত করাই আমাদের প্রথম ধাপ। এরপর হবে জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রাম।”

সমাবেশে বক্তারা আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করার আহ্বান জানান এবং দেশের প্রতিটি এলাকায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ