কক্সবাজার সফর নিয়ে বিতর্কে এনসিপির ৫ নেতা, কারণ দর্শানোর নোটিশ জারি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৬:৪১:০৯
কক্সবাজার সফর নিয়ে বিতর্কে এনসিপির ৫ নেতা, কারণ দর্শানোর নোটিশ জারি

জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিনে কক্সবাজার সফর করে রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা। গোপন বৈঠক এবং বিদেশি সংযোগের গুঞ্জনের জেরে আজ বুধবার (৬ আগস্ট) তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি।

জানা গেছে, ৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের বিজি-৪৩৩ ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান ওই পাঁচ নেতা। সফরে ছিলেন— এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। সফরে সারজিস আলমের স্ত্রী ও খালেদ সাইফুল্লাহর স্ত্রী তাসনিম জারাও ছিলেন।

তাদের আগমন ও আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়াতে থাকে। কেউ কেউ দাবি করেন, নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিতে কক্সবাজার গেছেন। এ অভিযোগকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা স্থানীয় একটি হোটেলের সামনে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, “এনসিপি বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যেতে চাইছে।”

এই সফরের সমালোচনা করেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। তারা বলেন, ৫ আগস্টের মতো একটি ঐতিহাসিক দিনে দলীয় অনুষ্ঠানে অনুপস্থিত থাকা নেতাদের এই সফর দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফেসবুকসহ সামাজিক মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সফরের বিষয়ে দলীয় হাইকমান্ডকে অবহিত না করায় এবং জনমনে বিভ্রান্তি তৈরির আশঙ্কায় এনসিপির কেন্দ্রীয় দপ্তরের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, “গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবসে কেন্দ্রীয় সদস্যরা দলীয় অনুমতি ছাড়া ব্যক্তিগত সফরে গেছেন, যা দলীয় নিয়ম লঙ্ঘনের শামিল।” এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, পিটার হাস ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন সংক্রান্ত নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনার কেন্দ্রে ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক এলএনজি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ