বলিউড

ম্রুনাল ঠাকুর ও ধনুশের প্রেম গুঞ্জন: আলোচনার কেন্দ্রে ‘সন অব সর্দার ২’-এর নায়িকা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১১:৪৯:৪৫
ম্রুনাল ঠাকুর ও ধনুশের প্রেম গুঞ্জন: আলোচনার কেন্দ্রে ‘সন অব সর্দার ২’-এর নায়িকা
ছবিঃ সত্য নিউজ

অভিনেত্রী ম্রুনাল ঠাকুর বর্তমানে তাঁর নতুন ছবি ‘সন অব সর্দার ২’ মুক্তি উপলক্ষে বেশ আনন্দিত ও ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে সিনেমার সাফল্যের পাশাপাশি তাঁকে নিয়ে আরও একটি বিষয় নিয়ে চলছে আলোচনা—দক্ষিণী সুপারস্টার ধনুশের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন। যদিও এই বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবুও তাঁদের একসঙ্গে কয়েকটি অনুষ্ঠানে দেখা যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়েছে।

সম্প্রতি একটি পাবলিক স্ক্রিনিংয়ে অংশ নিয়ে ম্রুনাল ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, “সীতা রামম’র পর থেকে একটা অভ্যাস হয়ে গেছে—আপনাদের সঙ্গে হলে বসে নিজের সিনেমা দেখা। আসল আনন্দটা তখনই পাওয়া যায়, যখন দর্শকদের হাসি, উল্লাস আর ভালোবাসা পুরো থিয়েটারজুড়ে ছড়িয়ে পড়ে। যারা এখনো ‘SOS 2’ দেখেননি, দেখে আসুন। আশা করি ছবিটা আপনাদের মুখে হাসি আর হৃদয়ে উষ্ণতা এনে দেবে।” এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে, প্রেমের গুঞ্জনের মাঝে তিনি এখন পুরোপুরি সিনেমা নিয়েই ভাবছেন।

তবে ম্রুনাল ও ধনুশের ঘনিষ্ঠতা নিয়ে নানা তথ্য ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা যাচ্ছে, ধনুশের আসন্ন হিন্দি ছবি ‘তেরে ইশক মে’র র‍্যাপ পার্টিতেও উপস্থিত ছিলেন ম্রুনাল। এমনকি একটি Reddit পোস্টে দাবি করা হয়েছে, এই জুটির একটি ‘জয়েন্ট স্পটিফাই প্লেলিস্ট’ও আছে। এছাড়া জুন মাসে মুম্বাইয়ে কাজলের শেষ ছবি ‘মা’র প্রিমিয়ারেও দু’জনকে একসঙ্গে দেখা গেছে, যেখানে তাঁদের বন্ধুত্ব চোখে পড়ে অনেকের।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ম্রুনাল ও ধনুশের সম্পর্কের শুরু দক্ষিণী ছবির কাজে একসঙ্গে সময় কাটানোর সময় থেকেই। সূত্রটি আরও জানায়, “হ্যাঁ, তারা ডেট করছে। তবে সম্পর্কটা নতুন, তাই তারা এখনই সবার সামনে কিছু জানাতে চাইছেন না। তবে নিজেদের লুকিয়ে রাখতেও তারা আগ্রহী না। তাদের বন্ধুরাও মনে করছে দুজনের মানসিকতা ও মূল্যবোধ অনেকটা এক।”

তবে এখন পর্যন্ত ম্রুনাল বা ধনুশ কেউই এই গুঞ্জনের বিষয়ে কিছু বলেননি। ম্রুনাল সব সময় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ থেকেছেন। অন্যদিকে ধনুশ ১৮ বছর বিবাহিত ছিলেন ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে; ২০২২ সালে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন।

এই মুহূর্তে ম্রুনাল তাঁর নতুন ছবির সাফল্যে খুশি এবং সেই অনুভূতিগুলোই দর্শকদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। আর প্রেম নিয়ে যা বলা যায়—গুঞ্জন থাকতেই পারে, কিন্তু সত্য-মিথ্যে সময়ই হয়তো বলবে।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ