পর্যটক টানতে কোরিয়ার চমক—ভিসা লাগবে না

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৮:০৭:৪৬
পর্যটক টানতে কোরিয়ার চমক—ভিসা লাগবে না

দক্ষিণ কোরিয়া আসন্ন এপেক সম্মেলনকে সামনে রেখে চীনা পর্যটকদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত চীনা পর্যটকরা কোরিয়ায় প্রবেশ করতে পারবেন ভিসা ছাড়াই। সরকারের ভাষায়, এই পদক্ষেপের লক্ষ্য হলো বিদেশি পর্যটক বাড়ানো এবং মহামারির পর পর্যটন খাত পুনরুজ্জীবিত করা।

দক্ষিণ কোরিয়ার পর্যটন মন্ত্রণালয় জানায়, চীনের জাতীয় সাপ্তাহিক ছুটির সময়, অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে ভিসামুক্ত ভ্রমণ চালু হলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে। তারা আরও বলেছে, “বিদেশি পর্যটকদের আনাগোনা আবারও বাড়তে শুরু করেছে। এই উদ্যোগ পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে সহায়ক হবে।”

এই উদ্যোগ কেবল পর্যটনের ক্ষেত্রেই নয়, কূটনৈতিক সম্পর্কোন্নয়নের অংশ হিসেবেও দেখা হচ্ছে। চীনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ। ২০২৩ সালের নভেম্বরে চীন কোরিয়ান নাগরিকদের জন্য ভিসা অব্যাহতির ঘোষণা দিয়েছিল। এরপর ২০২৫ সালের মার্চে দক্ষিণ কোরিয়া পাল্টা ভিসামুক্ত প্রবেশের আভাস দেয়, যা এবার বাস্তবায়নের দিকে যাচ্ছে।

এই সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যে কোরিয়ার শেয়ারবাজারেও পড়েছে। পর্যটন সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে:

হুন্দাই ডিপার্টমেন্ট স্টোর: ৭.১% বেড়েছে

হোটেল শিল্লা: ৪.৮% বেড়েছে

ক্যাসিনো অপারেটর প্যারাডাইস: ২.৯% বেড়েছে

হানকুক কসমেটিকস: ৯.৯% লাফ দিয়েছে

তবে পর্যটকদের ভিড় সামাল দিতে ঐতিহাসিক দর্শনীয় স্থান বুকচন হানক ভিলেজে নৈশ কারফিউ চালুর কথাও ভাবছে স্থানীয় প্রশাসন। এতে স্থানীয় পরিবেশ ও সংস্কৃতি রক্ষায় সহায়ক হবে বলে তারা মনে করছে।

উল্লেখ্য, এপেক সম্মেলনটি ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত গেয়ংজুতে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা চলছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ