শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাথায় হাত!

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৮:৪৭:০৯
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাথায় হাত!

দেশের দুই প্রধান পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—টানা দ্বিতীয় কার্যদিবসেও দরপতনের ধারায় রয়েছে। বুধবারের লেনদেনে ব্যাংক খাতের শেয়ার দামে ব্যাপক পতন দেখা যাওয়ায় সার্বিকভাবে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে, পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও, যা বাজারে বিনিয়োগকারীদের আস্থাহীনতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস তথা রোববার, বাজারে বড় ধরনের উত্থান লক্ষ্য করা যায়। ডিএসইতে লেনদেন হয় এক হাজার ১০০ কোটিরও বেশি, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু উত্থানের এই ধারা খুব বেশিদিন স্থায়ী হয়নি। পরপর দুই কার্যদিবসে বাজারে আবারও দরপতনের প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। বুধবার লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও প্রথম আধাঘণ্টার মধ্যেই ব্যাংক খাতের শেয়ারে দরপতন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে এবং অন্যান্য খাতেও নেতিবাচক প্রভাব ফেলে।

ডিএসইতে দিনশেষে ১৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কিন্তু ১৮৪টির দাম কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত ছিল। ব্যাংক খাতে এই চিত্র আরও উদ্বেগজনক—৩৬টি তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে মাত্র ২টির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে ২৯টির কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত রয়েছে। ফলে সূচকের দিক থেকেও দেখা গেছে ব্যাপক পতন। প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪৭১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে হয়েছে ১,১৮৩ এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে নেমেছে ২,১২৫ পয়েন্টে।

সূচকের পাশাপাশি লেনদেনেও দেখা গেছে দুর্বলতা। ডিএসইতে বুধবার লেনদেন হয়েছে ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকার, যা আগের কার্যদিবসের ৯১১ কোটি ৭৩ লাখ টাকার তুলনায় ২১ কোটি ৭৮ লাখ টাকা কম। লেনদেনে শীর্ষে ছিল সিটি ব্যাংক, যার মোট ৪৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (৩৫ কোটি ৫৮ লাখ টাকা) এবং ব্র্যাক ব্যাংক (৩৩ কোটি ১১ লাখ টাকা)। এছাড়াও মালেক স্পিনিং, যমুনা ব্যাংক, বেক্সিমকো ফার্মা, উত্তরা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা ও বাংলাদেশ সাবমেরিন কেবলস রয়েছে শীর্ষ দশে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতনের ধারা লক্ষ্য করা গেছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমেছে। দিনশেষে বাজারটিতে ২১৯টি কোম্পানির মধ্যে ৮১টির শেয়ারের দাম বেড়েছে, ১০৭টির কমেছে এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮৩ লাখ টাকার, যা আগের কার্যদিবসের ১০ কোটি ৫৬ লাখ টাকার তুলনায় অনেক বেশি।

-শরিফুল

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ