জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির শেষ ধাপে ইসি, অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৬:২৯:১৯
জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির শেষ ধাপে ইসি, অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনছবি: প্রথম আলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির চূড়ান্ত ধাপে পৌঁছেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কাজ এগিয়ে নিচ্ছে সংস্থাটি। যদিও এখনো সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চিঠি আসেনি, তারপরও ইসি নিজ উদ্যোগেই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, ভোটের তারিখ নির্ধারণের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতির বেশ কয়েকটি ধাপ সম্পন্নের পথে। ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে, সংসদীয় আসন পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ হয়েছে এবং নতুন দল নিবন্ধন ও সরঞ্জাম কেনার কাজও চলছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে— ভোটারদের আস্থা ফিরিয়ে আনা, ভোটার উপস্থিতি নিশ্চিত করা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ করা ও একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। নাসির উদ্দিন বলেন, "আমরা চাই অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক। সবার অংশগ্রহণ থাকুক, আর ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসুক।"

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সিইসি জানান, পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং নির্বাচনকেন্দ্রিক সময় পর্যন্ত তা আরও স্থিতিশীল হবে বলে আশাবাদী কমিশন। তিনি জানান, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির বড় ধাপগুলো সম্পন্ন হয়ে যাবে।

নাসির উদ্দিন বলেন, "আমরা চাই নির্বাচন হোক আয়নার মতো স্বচ্ছ। সবার জন্য গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করাই আমাদের অঙ্গীকার।"

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ