অনলাইন ক্লাসে ‘অশ্লীলতা’র অভিযোগে থানায় অভিভাবকের অভিযোগ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ১০:৫৮:১৩
অনলাইন ক্লাসে ‘অশ্লীলতা’র অভিযোগে থানায় অভিভাবকের অভিযোগ

বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন প্রস্তুতির এক কোচিং প্ল্যাটফর্মে লাইভ ক্লাসে শিক্ষক ও শিক্ষিকার ‘অশালীন আচরণের’ অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক অভিভাবক।

বুধবার (৯ জুলাই) রাজধানীর ভাটারা থানায় অভিযোগটি করেন আশরাফ বিজয় নামের এক ব্যক্তি। তিনি বলেন, “আমি একজন অভিভাবক হিসেবে শিক্ষার পরিবেশে এমন অশ্লীলতা মেনে নিতে পারছি না।”

অভিযোগে তিনি উল্লেখ করেন, ৮ জুলাই রাত ১২টার দিকে অনলাইন লাইভ ক্লাস চলাকালে এক নারী ও এক পুরুষ শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে “অসামাজিক কার্যকলাপ” করেন। এই আচরণ অভিভাবক ও শিক্ষার্থীদের মানসিকভাবে আঘাত করেছে এবং শিক্ষকতার পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগে বলা হয়।

ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কোচিং সেন্টারের একজন শিক্ষিকা ও শিক্ষক লাইভ ক্লাস চলাকালে ঘনিষ্ঠ আচরণ করছেন এবং পরস্পরকে চুম্বন করছেন। ভিডিওটি অন্বেষণ কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে নেওয়া বলে অভিযোগকারী দাবি করেছেন।

এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগকারী আশরাফ বিজয় বলেন, “এই ধরনের কনটেন্ট শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। আমি ওই দুই শিক্ষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা চাই।”

সামাজিক মাধ্যমে অনেক অভিভাবক এবং শিক্ষার্থীও শিক্ষার পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ