বলিউড

নাচ, কণ্ঠ আর গ্ল্যামারে ফিরলেন নোরা, সঙ্গে শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১২:১৭:১১
নাচ, কণ্ঠ আর গ্ল্যামারে ফিরলেন নোরা, সঙ্গে শ্রেয়া ঘোষাল
ছবিঃ সত্য নিউজ

আন্তর্জাতিক মঞ্চে এক অনন্য স্টাইল ও পারফরম্যান্সের জন্য সুপরিচিত নোরা ফাতেহি এবার হাজির হচ্ছেন এক নতুন ক্রস-কালচারাল সঙ্গীত অভিজ্ঞতা নিয়ে। তাঁর নতুন গান ‘Oh Mama Tetema’—আফ্রিকান বংগো বিট ও বলিউড ঘরানার চমৎকার সংমিশ্রণ—রিমেক হিসেবে তৈরি হয়েছে জনপ্রিয় আফ্রো-বঙ্গো হিট Rayvanny ও Diamond Platnumz-এর মূল সংস্করণের। তবে এবার চমক শুধু নৃত্যে নয়, গানে কণ্ঠও দিয়েছেন নোরা নিজেই—যা ২০১৯ সালের ভাইরাল গান Pepeta-র পর তাঁর নতুন ভোকাল কামব্যাক।

‘Oh Mama Tetema’-এর নতুন সংস্করণে ইংরেজি, হিন্দি ও সোয়াহিলি ভাষার এক অপূর্ব মিশ্রণ ঘটেছে। সেইসঙ্গে বজায় রাখা হয়েছে মূল গানের তালে আগুন ছোঁয়া বিট। ইতোমধ্যেই গানটি নিয়ে শুরু হয়েছে বিপুল উন্মাদনা। নোরা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিওর একটি অনন্য মুহূর্ত শেয়ার করে অনুরাগীদের উত্তেজনা আরও বাড়িয়ে দেন। সাদা পোশাকে অনিন্দ্যসুন্দর এক ঝলক—যা যেমন স্নিগ্ধ, তেমনই শক্তিশালী। ক্যাপশনে লেখেন, “A lil tease before the teaser… #OMT Are you ready for Oh Mama Tetema?”—অর্থাৎ ট্রেলার নয়, শুধু ঝলকেই উত্তেজনার পারদ চড়িয়ে দিলেন।

এই গানে আরেকটি অসাধারণ সংযোজন হলেন ভারতীয় গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। তাঁর সুরেলা কণ্ঠ আফ্রো-বঙ্গো রিদমের সঙ্গে মিশে তৈরি করেছে এক নতুন ধ্বনিসূত্র, যা বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীদের জন্য অনন্য এক অভিজ্ঞতা হবে নিঃসন্দেহে। এমন ঘরানা-মিশ্রণে বলিউড ও আফ্রিকান সঙ্গীতের এই সংযোগ খুবই বিরল, আর এই সহযোগিতার মাধ্যমেই গানটি হয়ে উঠেছে বিশ্বসঙ্গীতের এক দৃষ্টান্ত।

নোরার জন্য এই গান একটি গুরুত্বপূর্ণ মুহূর্তও বটে। তাঁর আগের আন্তর্জাতিক হিট ‘Snake’ (Jason Derulo-র সঙ্গে), ইউটিউবে ইতোমধ্যেই ১৩ কোটি ভিউ ছাড়িয়ে গেছে। তিনি একাধারে নৃত্যশিল্পী, গায়িকা এবং গ্লোবাল ফ্যাশন আইকন হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সম্প্রতি তিনি Louis Vuitton-এ প্যারিস ফ্যাশন উইক মাতিয়েছেন, Oscar de la Renta-তে Oscars Vanity Fair পার্টিতে নজর কেড়েছেন, আবার Tom Ford-এর পোশাকে American Music Awards-এ ছিলেন সর্বাধিক আলোচিত।

‘Oh Mama Tetema’ শিগগিরই মুক্তি পাচ্ছে এবং এখন থেকেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। নোরার টিজার দেখে এটা নিশ্চিতভাবেই বলা যায়—গানটি শুধু সঙ্গীত নয়, একটি চিত্র ও সংস্কৃতির ভিজ্যুয়াল ফিউশন, যেখানে স্টাইল, সাউন্ড আর গ্লোবাল কালচারের মিলনে সৃষ্টি হবে এক স্মরণীয় সৃষ্টিকর্ম।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ