পিআর ছাড়া নির্বাচনে অংশ নেওয়া কঠিন বলে জানালো:মুফতি রেজাউল করীম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৮:৩১:৪১
 পিআর ছাড়া নির্বাচনে অংশ নেওয়া কঠিন বলে জানালো:মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ভোটের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন সঠিকভাবে কাজ না করায় নির্বাচন কঠিন হবে এবং প্রার্থীদের নিরাপত্তার ঝুঁকি থেকে যাবে। এই অবস্থায় নির্বাচনে অংশ নেওয়া প্রশ্নবিদ্ধ বলে তিনি মন্তব্য করেন। বুধবার (৬ আগস্ট) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন না হলে দলের অংশগ্রহণ অসম্ভব বলে জানিয়ে মুফতি রেজাউল করীম বলেন, পিআর ব্যবস্থা কালো টাকার প্রবাহ কমাবে ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি করবে। নির্বাচনের আগে ইসলামপ্রেমী ও দেশপ্রেমী দলের সঙ্গে জোট বা সমঝোতার সম্ভাবনা থাকা নিয়ে তিনি ইতিবাচক মন্তব্য করেন।

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই দলিলের বিষয়ে তাদের মতামত নেওয়া হয়নি, যা দল হিসেবে বিব্রতকর। ঘোষণাপত্রে স্বাধীনতার প্রথম অধ্যায় ১৯৪৭, শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ড এবং আলেম-ওলামাদের ওপর নির্যাতনের মতো ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়েছে। এছাড়া ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকা উপেক্ষিত হওয়ায় ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ খুলে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সম্পর্কে মুফতি রেজাউল করীম বলেন, ভাষণটি আবেগময় ও সুন্দর হলেও বাস্তব সমস্যাগুলো এড়িয়ে গেছে। সেখানে সরকারের সাফল্যের কথা থাকলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের উপযুক্ত পরিবেশ সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা নেই।

তিনি আরও বলেন, জুলাই সনদ এখনও আইনি স্বীকৃতি পায়নি এবং সংস্কারের রূপরেখা ঠিক হয়নি। পরবর্তী সরকারের ওপর এই প্রক্রিয়া ছেড়ে দিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই অধ্যাদেশ জারি বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি গড়ে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানান।

প্রধান উপদেষ্টার বক্তব্যে অনেক সাফল্যের কথা থাকলেও পাচারকৃত অর্থ উদ্ধার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাযথ অগ্রগতি না হওয়ায় তিনি সরকারের প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কর্মসংস্থানের বিষয়ে আশাব্যঞ্জক কোনো বার্তা পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব ইউনূস আহমদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ