জাতীয় দলের চেয়ে আইপিএল গুরুত্বপূর্ণ?

সত্য নিউজ:বাংলাদেশের গতি তারকা মোস্তাফিজুর রহমানকে নিয়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। জাতীয় দলের জার্সিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ম্যাচ খেলেই তিনি রওনা হবেন আইপিএলের দিকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার অনুমতি দিয়েছে।
এতে করে নিশ্চিত হয়ে গেছে—১৯ মে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাতীয় দলে থাকছেন না ‘কাটার মাস্টার’। অথচ এই সময়টাতেই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ পড়েছে একের পর এক। তাই মোস্তাফিজের এই এক সপ্তাহের উপস্থিতিই হতে পারে দিল্লির ভাগ্য বদলের চাবিকাঠি।
মোস্তাফিজ এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আছেন শারজায়। ১৬ মে প্রথম ম্যাচের পরই তিনি আইপিএল যাত্রা করবেন বলে নিশ্চিত করা হয়েছে। বিসিবি জানায়, দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না।
অন্যদিকে, আইপিএল টেবিলে এখনো দৌড়াচ্ছে দিল্লি। পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা দলটি তিন ম্যাচ জিতলেই সরাসরি প্লে-অফে চলে যাবে। আর সেজন্যই দরকার একজন পরীক্ষিত বাঁহাতি পেসারের—যার কাঁধে ভরসা রাখছে দিল্লি টিম ম্যানেজমেন্ট।
সম্প্রতি যুদ্ধাবস্থার কারণে আইপিএল এক সপ্তাহ বন্ধ ছিল। এই সময় বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই নিজ নিজ দেশে ফিরে যান। এমন অবস্থায় মিচেল স্টার্ক ও জ্যাক ফ্রেজার ম্যাগার্কের মতো তারকারা আর ফিরছেন না দিল্লির স্কোয়াডে। তাই তাদের জায়গা নিতে হচ্ছে নতুন কাউকে—আর সেই জায়গায়ই ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
২০২২ ও ২০২৩ আইপিএলে দিল্লির হয়ে খেলেছিলেন ফিজ। সেই অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় দলটি। এবার তিনি হবেন একমাত্র বাঁহাতি বিদেশি পেসার, ফলে তাঁর ওপরই থাকবে পাওয়ার প্লে ও ডেথ ওভারে সাফল্য এনে দেওয়ার দায়িত্ব।
তিনটি ম্যাচ, তিনটি মিশন—দিল্লি যদি সব জেতে, তবে কোনো জটিল হিসাব ছাড়াই তারা পৌঁছে যাবে প্লে-অফে। ঠিক এই মুহূর্তেই দরকার একজন বোলার, যিনি একাই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিতে পারেন। ফিজ সেই নাম।
দিল্লি ক্যাপিটালসের পক্ষে শেষবার ৯ উইকেট নেওয়া এই পেসার এবার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেটাই দেখার বিষয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- রেলওয়ের আয় ১ টাকা, খরচ ২.৫!নৈপথ্যে কারন?
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- শেয়ার বাজারে স্বরণকালের বড় ধ্বসঃ নেপথ্যে কি?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব