আইপিএল-এর আদলে বিপিএল পরিচালনার নতুন পথচলা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৭:২৪:১৩
আইপিএল-এর আদলে বিপিএল পরিচালনার নতুন পথচলা
ছবি: সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই লিগে খেলা মানেই কোটি টাকার মালিক হওয়া। তাই এ লিগে খেলতে চায় সারা বিশ্বের বহু ক্রিকেটার।

বাংলাদেশেও আইপিএলের আদলে ২০১২ সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতোমধ্যে এর ১১টি আসর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে শুরু থেকেই বিপিএলের ব্যবস্থাপনা নিয়ে নানা সমালোচনা শোনা গেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর বিপিএলের মান উন্নয়নের উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় এবার প্রথমবার বিপিএল আয়োজনের দায়িত্ব দেয়া হবে প্রতিষ্ঠিত কোনো ফার্মকে।

কোন প্রতিষ্ঠান এই দায়িত্ব পাবে, তা সময়ের মধ্যে স্পষ্ট হবে। তবে বিপিএলকে নতুন ধারায় আকর্ষণীয় ও জনপ্রিয় করার জন্য যারা ভালো ভূমিকা রাখতে পারবে, বিসিবি তাদেরকেই বেছে নেবে।

এ জন্য বিসিবি পাঁচটি ফার্মের কাছ থেকে আগ্রহের চিঠি পায়। এদের মধ্যে রয়েছে আইপিএল ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া আরব আমিরাতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ এবং লিজেন্ডস লিগেও কাজ করা প্রতিষ্ঠানগুলোও রয়েছে।

এছাড়া পাঁচটি ফার্মের মধ্যে মাত্র একটি স্থানীয় প্রতিষ্ঠান রয়েছে। এই ফার্মগুলোকে মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরামর্শদাতা হিসেবে বিবেচনা করা হবে। আগ্রহ প্রকাশের শেষ দিন ছিল ২৬ জুলাই।

বিপিএলের ১২তম আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে শুরু হয়ে জানুয়ারিতে শেষ হবে। এতে পুরনো ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নতুন এক বা একাধিক দলও অংশ নিতে পারে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ