জুলাইযোদ্ধাদের সড়ক দখল: শাহবাগে ২৪ ঘণ্টার অচলাবস্থা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০১ ১৩:১৮:৩৪
জুলাইযোদ্ধাদের সড়ক দখল: শাহবাগে ২৪ ঘণ্টার অচলাবস্থা
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন 'জুলাইযোদ্ধারা'। ‘জুলাইযোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে এই কর্মসূচি শুরু হয় বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায়। শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড়টি বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের কাটাবন, ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্যভবন এবং শাহবাগ থানার সামনের সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং শিক্ষার্থীদের চলাচলে বড় ধরনের ভোগান্তি দেখা দেয়।

আন্দোলনকারীরা সকাল থেকেই স্লোগান দিতে থাকেন, যেমন- “জুলাই সনদ দিতে হবে”, “টালবাহানা চলবে না”, “দমন নয়, স্বীকৃতি চাই” ইত্যাদি। তাদের দাবি হলো, ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করে আইনি কাঠামোর মাধ্যমে স্থায়ীভাবে স্বীকৃতি দিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ব্যারিকেড সরাতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। যদিও বড় কোনো সংঘর্ষ হয়নি, তবে পরিস্থিতি ছিল উত্তপ্ত। আন্দোলনকারীরা স্পষ্ট জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

এদিকে অবরোধের ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। অনেকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন, কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন- “দাবি থাকতেই পারে, কিন্তু শহর অচল করে দেওয়া ঠিক না।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ