ম্যানসিটিতে ফিরলেন ট্র্যাফোর্ড, ২৯টি ক্লিন শিটের নায়ক

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১১:৩২:৫০
ম্যানসিটিতে ফিরলেন ট্র্যাফোর্ড, ২৯টি ক্লিন শিটের নায়ক
ছবিঃ সংগৃহীত

ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড আবারও তার পুরনো ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরে এসেছেন। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) ক্লাবটি এক ঘোষণায় জানায়, ২২ বছর বয়সী এই তরুণ তার প্রাক্তন ক্লাব বার্নলি থেকে সিটিতে ফিরছেন এক চুক্তির আওতায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রিমিয়ার লিগ জায়ান্টরা ট্র্যাফোর্ডের জন্য তাদের নির্ধারিত £২৭.৫ মিলিয়ন (প্রায় ৩৬.৭ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ‘বাই-ব্যাক ক্লজ’ প্রক্রিয়া সম্পুর্নকরে তাকে ফেরত আনেন।

ম্যানচেস্টার সিটির সিনিয়র দলে কখনও খেলার সুযোগ না পেলেও, ট্র্যাফোর্ড ক্লাবটির একাডেমিতে প্রশিক্ষিত ছিলেন। ২০২৩ সালে তিনি বার্নলিতে যোগ দেন। প্রথম মৌসুমে বার্নলির পারফরম্যান্স হতাশাজনক হলেও, ট্র্যাফোর্ড তার দক্ষতায় ইংলিশ ফুটবলে নজির গড়েন—এক মৌসুমে ২৯টি ‘ক্লিন শিট’ করে রেকর্ডে ভাগ বসান এবং ক্লাবকে আবারও প্রিমিয়ার লিগে উন্নীত করতে সাহায্য করেন।

সিটি ফেরার অনুভূতি ব্যক্ত করে ট্র্যাফোর্ড বলেন, “এটাই আমার ঘর। ম্যানচেস্টার সিটি একটি অসাধারণ ক্লাব, যাদের পরিবেশ, মানুষ আর সংস্কৃতি আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমি এখনো তরুণ, শিখতে চাই, নিজেকে আরও উন্নত করতে চাই — এবং এই ক্লাবের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।”

ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা গত মৌসুমে নিয়মিত গোলরক্ষক এডারসনকে একাধিক ম্যাচে ড্রপ করে জার্মান গোলরক্ষক স্টেফান ওর্তেগাকে সুযোগ দিয়েছিলেন। নতুন মৌসুমে ট্র্যাফোর্ড ক্লাবের ১ নম্বর জার্সি পরবেন এবং ব্রাজিলিয়ান এডারসনের সঙ্গে মূল গোলরক্ষক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ম্যানচেস্টার সিটি এই ট্রান্সফার উইন্ডোতে ট্র্যাফোর্ডসহ মোট ছয়জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। বাকি পাঁচজন হলেন—রায়ান আইট-নুরি, টিজিয়ানি রেইজেন্ডারস, মার্কাস বেটিনেলি, রায়ান চেরকি এবং স্ভেরে নাইপান। গত মৌসুমে শিরোপাজয়ী লিভারপুলের চেয়ে অনেক পেছনে থেকে তৃতীয় স্থান অর্জন করে সিটি, যা এবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ