খাদ্যে ভেজাল, প্রতারণা ও নকল: এক সপ্তাহে ১০ প্রতিষ্ঠানের কড়া শাস্তি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০১ ০৯:২৫:৫১
খাদ্যে ভেজাল, প্রতারণা ও নকল: এক সপ্তাহে ১০ প্রতিষ্ঠানের কড়া শাস্তি
ছবি: সংগৃহীত

সারাদেশব্যাপী পরিচালিত এক সপ্তাহব্যাপী অভিযানে ১০টি প্রতিষ্ঠান থেকে মোট ৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এ অধিদপ্তর ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত বিভিন্ন জেলায় এ অভিযান চালায়। বৃহস্পতিবার (৩১ জুলাই) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী খাদ্যপণ্য ও ভোক্তাসেবায় প্রতারণা, অনিয়ম, নিষিদ্ধ উপাদান ব্যবহারসহ নানা অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

প্রাপ্ত তথ্যমতে, সুনামগঞ্জের ‘হাবিব টাইগার মসলা প্রোডাক্টস’ প্রতিষ্ঠানকে অবৈধ উপায়ে খাদ্য উৎপাদন এবং ভোক্তাকে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে বিভ্রান্ত করায় সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে পাবনার ‘এইচ বিডি ফাস্ট ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’কে এক লাখ টাকা জরিমানা গুণতে হয়েছে।

চট্টগ্রামের ‘অরফিয়া ফুড প্রোডাক্টস’-এর বিরুদ্ধে পণ্যের নকল প্রস্তুত ও খাদ্যে নিষিদ্ধ উপাদান মেশানোর প্রমাণ পাওয়া গেলে এক লাখ টাকা জরিমানা করা হয়। সিলেটের ‘পুষ্টি ফুডস’কে একই অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়।

এছাড়া ঢাকার ‘রয়েল প্যাকেজিং’ প্রতিষ্ঠানকে ভোক্তা পণ্যের নকল উৎপাদনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাটোরের ‘বিদু রায়ের দোকান’ প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গুণেছে।

জামালপুরের ‘কুসুমকলি বেকারি’কে অবৈধভাবে খাদ্য উৎপাদনের জন্য ৫০ হাজার, রংপুরের ‘মেডিকেয়ার ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’কে খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় অনিয়ম ও সেবা সরবরাহে ব্যর্থতার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তালিকায় রয়েছে বগুড়ার ‘ওয়ান ফুড’ নামের প্রতিষ্ঠানও, যার বিরুদ্ধে পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং অনিয়মিতভাবে খাদ্য প্রস্তুতের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে, নারায়ণগঞ্জের ‘আল ওয়ালি ক্যামিকেলস অ্যান্ড কনজ্যুমারস’ প্রতিষ্ঠানকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ