বাংলাদেশ ফুটবলে নতুন সম্ভাবনা: বসুন্ধরা কিংসে যোগ দিলেন কিউবা মিচেল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১০:৪৬:৩০
বাংলাদেশ ফুটবলে নতুন সম্ভাবনা: বসুন্ধরা কিংসে যোগ দিলেন কিউবা মিচেল
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড এএফসি’র অনূর্ধ্ব-২১ দল থেকে প্রতিভাবান মিডফিল্ডার কিউবা রাউল মিচেলকে দলে ভিড়িয়ে নতুন চমক উপহার দিয়েছে। ১৯ বছর বয়সী এই তরুণ ফুটবলার মূলত বার্মিংহামের সন্তান, যার মা বাংলাদেশি এবং বাবা জ্যামাইকান। গত ২ জুন তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেন, ফলে এখন তিনি দেশের জাতীয় দলের জন্যও বিবেচ্য।

কিউবা মিচেলের সান্ডারল্যান্ডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে ১ জুলাই। তিনি ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২৫ ম্যাচে ১টি গোল এবং ১টি অ্যাসিস্ট করেছেন। এরপর অনূর্ধ্ব-২১ দলে ১২টি ম্যাচে অংশ নিয়েছেন, যেখানে তার পারফরম্যান্স তাকে তরুণ সম্ভাবনাময় মিডফিল্ডার হিসেবে পরিচিত করেছে।

এমন একজন তরুণ প্রতিভার বসুন্ধরা কিংসে যোগদানের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ক্লাবটি এখন প্রস্তুতি নিচ্ছে এএফসি ম্যাচের জন্য — ১২ আগস্ট, দোহায়, সিরিয়ার আল-করামাহ ক্লাবের বিপক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগ প্লে-অফ। এই ম্যাচে জয় পেলে তারা চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে।

ক্লাব কর্তৃপক্ষের মতে, মিচেলের আগমন দলের মিডফিল্ডে গতি, শক্তি ও সৃজনশীলতা বাড়াবে। একইসঙ্গে আন্তর্জাতিক মানের ফুটবলে অভ্যস্ত এই তরুণ খেলোয়াড় বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত খুলে দিতে পারেন বলেও আশা করা হচ্ছে।

-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ