তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১১:০৬:০৫
তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ
ছবি: সংগৃহীত

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ প্রত্যাহার করেছেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। ঘটনার মীমাংসা হওয়ায় তিনি মিরপুর মডেল থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) তুলে নিয়েছেন।

গত ২৮ জুলাই রাতে রাজধানীর সোনি সিনেমা হলের সামনে তাসকিনের ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে তাকে ঘুষি মারা হয় এবং হুমকি দেওয়া হয়—এমন অভিযোগ করে থানায় জিডি করেন সৌরভ। বিষয়টি সামনে আসার পর ক্রিকেট অঙ্গনে আলোচনার ঝড় ওঠে।

অভিযোগ পাওয়ার পর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় তাসকিন এবং সৌরভ দুজনেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এদিকে, ঘটনার পরপরই ফেসবুকে একটি পোস্টে তাসকিন নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, ঘটনার বর্ণনা একপাক্ষিক এবং বিভ্রান্তিকর। তিনি কাউকে আঘাত করেননি বলে দাবি করেন।

পরবর্তীতে তাসকিন ও সৌরভের পরিবারের মধ্যে আলোচনা হয় এবং সেখানে সমঝোতা প্রতিষ্ঠিত হয়। বিষয়টি মীমাংসার পর, সৌরভ সিদ্ধান্ত নেন অভিযোগ প্রত্যাহারের। তিনি গণমাধ্যমকে জানান, বন্ধুর ক্যারিয়ার ও ভবিষ্যৎ চিন্তা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, বিষয়টি এখন বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ