যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: বাংলাদেশের পণ্যে যত শুল্ক আরোপ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০১ ০৯:৩২:২৭
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: বাংলাদেশের পণ্যে যত শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন নির্বাহী আদেশে বিশ্বের বহু দেশের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাণিজ্য ঘাটতির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটি দেশের অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত আদেশে বলা হয়, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্যহীনতা এখনো বিদ্যমান, তাদের পণ্যের ওপর "মূল্যভিত্তিক" অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক হার দেশভেদে ভিন্ন এবং নির্দিষ্ট কিছু মিত্র দেশ সাময়িকভাবে ছাড় পেলেও তা চুক্তিসাপেক্ষ এবং আপাতত আগের শুল্কহারই বহাল থাকবে।

নতুন নীতিমালায় বাংলাদেশের পণ্যের ওপর ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের চোখে বাংলাদেশ এখনো বাণিজ্যে ‘অসম অংশীদার’ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোঝানো হয়।

ভারত (২৫%), পাকিস্তান (১৯%), ভিয়েতনাম (২০%), মালয়েশিয়া (১৯%) ও ইন্দোনেশিয়া (১৯%) সহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশই এই শুল্ক তালিকায় রয়েছে।

অন্যান্য উল্লেখযোগ্য হারগুলোর মধ্যে রয়েছে—

লাওস ও মিয়ানমার: সর্বোচ্চ শুল্কহার ৪০%

সিরিয়া: ৪১%

সুইজারল্যান্ড: ৩৯%

ইরাক ও সার্বিয়া: ৩৫%

দক্ষিণ আফ্রিকা ও আলজেরিয়া: ৩০%

তিউনিসিয়া ও কাজাখস্তান: ২৫%

মলদোভা ও ভারত: ২৫%

ইসরায়েল, জাপান, যুক্তরাজ্য, ব্রাজিল: তুলনামূলকভাবে কম, ১০-১৫%

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে আগ্রহী এবং আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পাদনে রাজি, তাদের ওপর বর্তমান শুল্কহার পরে পর্যালোচনা করা হবে। তবে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের ওপর বর্তমান কিংবা পূর্ববর্তী শুল্কই বহাল থাকবে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের শুল্কনীতি মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়ার একটি প্রচেষ্টা হলেও বৈশ্বিক বাণিজ্য পরিবেশে এর নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। বহু উন্নয়নশীল দেশ, বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধার ওপর নির্ভরশীল, তারা এই সিদ্ধান্তে অর্থনৈতিকভাবে বিপাকে পড়তে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ